একটানা ভারি বৃষ্টিতে আগেই রাজস্থানের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। জলে ডুবে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। গত শনিবার থেকে রবিবার পর্যন্ত একনাগাড়ে ভারি বৃষ্টির জেরে রাজস্থানে মৃত ২০ জন। আহত আরও একাধিক। সোমবার রাজস্থানের একাধিক শহরে বন্ধ স্কুল। প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত জয়পুর, দউসা, সাওয়াই মাধোপুর, কারৌলি। জলমগ্ন রাস্তায় মুহুর্মুহু দুর্ঘটনা ঘটছে। আজ এই জেলাগুলির সরকারি, বেসরকারি স্কুল বন্ধ রয়েছে। মৌসম ভবন জানিয়েছে, আজ রাজস্থানে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। জারি রয়েছে লাল সতর্কতা। প্রশাসন সূত্রে খবর, শনিবার জয়পুরের কানোটা ড্যামে পাঁচজন ডুবে গিয়েছিলেন। রবিবার রাত পর্যন্ত তাঁদের খোঁজ মেলেনি। আজকেও তল্লাশি চালানো হবে। গোটা রাজ্যে গত এক সপ্তাহে মৃতদের মধ্যে সকলেই জলে ডুবে গিয়েছিলেন। সবচেয়ে বেশি ভরতপুর জেলায় প্রাণহানির ঘটনা ঘটেছে।
Related Posts
নিট নিয়ে সরব হতেই সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মাইক অফ!
নিট ইস্যুতে উত্তাল লোকসভা। বিরোধীরা এই মর্মে আলোচনার দাবিতে শুক্রবার সকাল থেকেই সরব হন। হইহট্টগোলের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা। পরে অধিবেশন শুরু হলে ফের বিক্ষোভ দেখান বিরোধীরা। বাধ্য হয়ে গোটা দিনের জন্যই অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। এই মর্মে সকাল থেকেই সুর চড়ান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। […]
তামিলনাড়ুতে বিষ মদকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৩, অসুস্থ আরও ২০০
তামিলনাড়ুর কাল্লাকুরচি জেলায় বিষ মদকাণ্ডে মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। এই ঘটনায় রাজ্যটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়ে ৫৩ জন। এছাড়াও ২০০ জন অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন জেলার বিভিন্ন হাসপাতালে। এই অবস্থায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে, অসুস্থদের মধ্যে ১৪০ জন সংকটমুক্ত থাকলেও বেশ কয়েকজন এখনও ভেন্টিলেটরে রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। […]
মুম্বইয়ের গণপতি মন্দিরের তরুণীকে গণধর্ষণ করে খুন
মুম্বইয়ের গণপতি মন্দিরের সাধু ধর্ষণ করলেন এক তরুণীকে। করলেন খুনও। সঙ্গে ছিলেন আরও দুজন। নির্যাতিতার বয়ান মোতাবেক গ্রেফতারও হল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, এই মন্দিরের প্রধান পুরোহিত পুজো সংক্রান্ত কাজেই উত্তর প্রদেশ গিয়েছেন এবং তিনি বছর পঁয়তাল্লিশের রামগঙ্গা মিশ্রের উপর পুজোআচ্চার ভার দিয়ে যান। প্রসঙ্গত, রামগঙ্গা মিশ্রও উত্তর প্রদেশেরই এক মন্দিরের পুরোহিত, তিনি কিছুদিনের জন্য মুম্বইয়ে […]