বিহারে গত ২৪ ঘণ্টায় বজ্রপাতে মৃত ২১, ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের 

বিহারে বজ্রপাতে ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু হল ২১ জনের। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে বিবৃতি জারি করে এ কথা জানানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে বিহারের মধুবনি জেলায়। একদিনে এতজনের মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই সাড়া ফেলে দিয়েছে বিহারে। এমন মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মৃত্যুতে শোক প্রকাশ করার পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মধুবনি জেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে ৬ জনের। এরপরেই ঔরঙ্গাবাদ জেলায় বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। এই জেলায় চার।জনের মৃত্যু হয়েছে। এছাড়া, পাটনায় দু’জন এবং রোহতাস, ভোজপুর, কাইমুর, সারান, জেহানাবাদ, গোপালগঞ্জ, সুপল, লক্ষ্মীসরাই এবং মাধেপুরা জেলায় একজন করে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, একটি গ্রামে মাঠে চাষ করার সময় বজ্রপাতে ২ কৃষক ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও একজনের অবস্থা আশঙ্কাজনক। ডোমরিয়া নামে অন্য একটি গ্রামে বজ্রপাতে ২ জন মহিলার মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, ভোজপুর জেলায় একটি স্কুলে বজ্রপাতে ১৮ জন ছাত্র আহত হয়েছে। সৌভাগ্যক্রমে এই ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি। আহত ছাত্রদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ২ জনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। 

error: Content is protected !!