বিহারে বজ্রপাতে ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু হল ২১ জনের। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে বিবৃতি জারি করে এ কথা জানানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে বিহারের মধুবনি জেলায়। একদিনে এতজনের মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই সাড়া ফেলে দিয়েছে বিহারে। এমন মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মৃত্যুতে শোক প্রকাশ করার পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মধুবনি জেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে ৬ জনের। এরপরেই ঔরঙ্গাবাদ জেলায় বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। এই জেলায় চার।জনের মৃত্যু হয়েছে। এছাড়া, পাটনায় দু’জন এবং রোহতাস, ভোজপুর, কাইমুর, সারান, জেহানাবাদ, গোপালগঞ্জ, সুপল, লক্ষ্মীসরাই এবং মাধেপুরা জেলায় একজন করে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, একটি গ্রামে মাঠে চাষ করার সময় বজ্রপাতে ২ কৃষক ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও একজনের অবস্থা আশঙ্কাজনক। ডোমরিয়া নামে অন্য একটি গ্রামে বজ্রপাতে ২ জন মহিলার মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, ভোজপুর জেলায় একটি স্কুলে বজ্রপাতে ১৮ জন ছাত্র আহত হয়েছে। সৌভাগ্যক্রমে এই ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি। আহত ছাত্রদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ২ জনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
Related Posts
কমছে শুল্ক, সস্তা হচ্ছে মোবাইল ফোন-চার্জার, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
মোবাইল ফোন, চার্জার, ক্যামেরা লেন্স-সহ একাধিক পণ্যের উপর আমদানি শুল্ক কমানোর ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এ দিন কেন্দ্রীয় বাজেটে ২০ শতাংশ থেকে আমদানি শুল্ক ১৫ শতাংশ করার কথা জানিয়েছেন তিনি। মোবাইল ফোন প্রিন্টেড সার্কিট বোর্ড সংক্রান্ত পণ্যের দাম কমতে চলেছে দেশে। শুধু আমদানি শুল্ক কমানো নয়, পিএলআই বা প্রোডাকশন লিঙ্ক স্কিমের উপরও জোর দিয়েছে সরকার। ইতিমধ্যে […]
টানা বৃষ্টিতে ফের বিপর্যস্ত সিকিম, লিকুভিরে ধস
টানা বৃষ্টিতে ফের একবার বিপর্যস্ত সিকিম ৷ লাগাতার বৃষ্টির জেরে ধস নেমে ফের লিকুভিরে বন্ধ হল 10 নম্বর জাতীয় সড়ক ৷ এর ফলে বাংলা ও সিকিমের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ পাশাপাশি দার্জিলিং ও কালিম্পিংগামী একাধিক রাস্তায় নেমেছে ধস ৷ মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে পাহাড়জুড়ে ৷ যার জেরে দার্জিলিং ও কালিম্পংয়ের […]
ফের দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের
সেপ্টেম্বর মাসের প্রথম দিন অর্থাৎ রবিবার থেকে দামি হল রান্নার গ্যাস ৷ তেল বিপণন সংস্থাগুলি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে ৷ এলপিজির দামের আকস্মিক বৃদ্ধি রেস্তোরাঁ এবং হোটেল থেকে শুরু করে ছোট-বড় শিল্প-সহ বিভিন্ন ক্ষেত্রের খরচকে প্রভাবিত করতে পারে ৷ আসলে, ফের একবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন করা হয়েছে । বাণিজ্যিক এলপিজি […]