বৃষ্টির মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক কলেজছাত্রীর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে সালকিয়ার তাঁতিপাড়া এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালিপাঁচঘড়া থানার পুলিস। রাত ৯টা নাগাদ সালকিয়া বাঁধাঘাট মোড়ের কাছে তাঁতিপাড়ায় পূরবী দাস নামে বছর বাইশের ওই তরুণী তাঁর বোনের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিল। বাড়ি থেকে কিছুটা দূরে তাঁর বাবার দোকান। সেই দোকানের সামনে হঠাৎই বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়ে জলমগ্ন রাস্তায়। তাঁর বাবা সেই সময় নিজের দোকানে বসে ব্যবসার কাজে করছিলেন। তিনি দৌড়ে এসে মেয়েকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তিনিও বিদ্যুতস্পৃষ্ট হয়ে রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁকে ও তাঁর মেয়েকে গোলাবাড়ি থানা এলাকার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালিপাঁচঘড়া থানার পুলিস। সিইএসসি-কে খবর দিলে কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দেয়। প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, সামনের বৈদ্যুতিক তার কাটা অবস্থায় ঝুলছিল। সেখান থেকেই বিদ্যুৎপৃষ্টের ঘটনা ঘটে। এই ঘটনায় মালিপাঁচঘরা থানার পুলিস একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
Related Posts
ফসল নষ্ট করে প্রধানমন্ত্রী মোদির নির্বাচনী মিটিং, চাষিদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী
রবিবার মোদির সভার জন্য দফারফা হয়েছে মাঠের ফসলের। অভিযোগ, ক্ষতিপূরণ মেলেনি। এ নিয়ে বিজেপির বিরুদ্ধে বেজায় ক্ষুব্ধ ওন্দার নিকুঞ্জপুর এলাকার একাংশ চাষি। সোমবার নিকুঞ্জপুরে ওই একই মাঠে প্রধানমন্ত্রীর পাল্টা সভা করে ফসল নষ্টের ইস্যুতে বিজেপিকে একহাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ও সুজাতা মণ্ডলের […]
Cyclone Remal: বদলে গেল ল্যান্ডফলের জায়গা!
মুদ্রের উপর ক্রমশ রুদ্রমূর্তি ধারণ করছে সাইক্লোন রিমল। IMD-র লেটেস্ট ওয়েদার আপডেটে জানা গেছে, ইতিমধ্যেই সিভিয়ার সাইক্লোনের তকমা পেয়ে গিয়েছে এই ঘূর্ণিঝড়। ৬ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এগোচ্ছে রিমল। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঘূর্ণিঝড়টি যত বেশিক্ষণ ধরে সমুদ্রের উপর থাকবে ততই তার শক্তি মারাত্মক ভাবে বৃদ্ধি পেতে থাকবে। বেলা ১২টা নাগাদ ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৯০ […]
চোপড়ায় সালিশি সভায় যুবক-যুবতীকে ‘মার’!
বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে সালিশি সভা ডেকে যুবক-যুবতীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের খাস লোকের বিরুদ্ধে ৷ মারধরের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকে ৷ এই ঘটনায় জড়িত মূল অভিযুক্ত চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের খাস লোক ৷ অভিযোগ, এই জেসিবি-র বিরুদ্ধে ইসলামপুর পুলিশ জেলার একাধিক থানায় […]