অন্ধ্রপ্রদেশে সায়ানাইড মেশানো পানীয় খাইয়ে খুন করে টাকা-গয়না লুটের অভিযোগ, ধৃত ৩ মহিলা ‘সিরিয়াল কিলার’

প্রথমে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে ভাব জমাতেন। তারপর আড্ডার ফাঁকে খাওয়াতেন সায়ানাইড মিশ্রিত পানীয়। সেই ব্যক্তি মৃত্যুর কোলে ঢোলে পড়তেই টাকাপয়সা, গয়না লুট করে চম্পট। এভাবেই দিনের পর দিন সিরিয়াল কিলিং চলছিল অন্ধ্রে। অবশেষে পুলিশের জালে তিন মহিলা। অন্ধ্রপ্রদেশে তেনালি জেলায় একের পর এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়। ঘটনার তদন্তে নেমে চক্ষু চড়কগাছ হয় পুলিশের। তিন সন্দেহভাজন মহিলাকে গ্রেপ্তার করা হয়। এরপর হাতে আসে হাড়হিম করা তথ্য। ধৃতেরা হলেন মুনাগাপ্পা রজনী, মাদিয়ালা বেঙ্কটেশ্বরী এবং গুলরা রামনাম্মা। পুলিশ জানিয়েছে, বেঙ্কটেশ্বরীর বিরুদ্ধে ছোটখাটো অপরাধের মামলা রয়েছে। তেনালিতেই স্বেচ্ছাসেবীর কাজ করতেন। একটা সময় পাড়ি দিয়েছিলেন কম্বোডিয়ায়। সে দেশে সাইবার অপরাধের দুনিয়া জড়িয়ে পড়েন। পরবর্তী ফিরে আসেন দেশে। জানা গিয়েছে, বেঙ্কটেশ্বরী আরও দু’জনকে নিয়ে নিজের একটি দল গড়ে সিরিয়াল কিলিং শুরু করেন। অপরিচিতদের সঙ্গে আলাপ জমিয়ে তাঁদের সায়ানাইড মেশানো পানীয় খাইয়ে খুন করতেন তিন জন মিলে। তার পর সব লুট করতেন। ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

error: Content is protected !!