প্রথমে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে ভাব জমাতেন। তারপর আড্ডার ফাঁকে খাওয়াতেন সায়ানাইড মিশ্রিত পানীয়। সেই ব্যক্তি মৃত্যুর কোলে ঢোলে পড়তেই টাকাপয়সা, গয়না লুট করে চম্পট। এভাবেই দিনের পর দিন সিরিয়াল কিলিং চলছিল অন্ধ্রে। অবশেষে পুলিশের জালে তিন মহিলা। অন্ধ্রপ্রদেশে তেনালি জেলায় একের পর এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়। ঘটনার তদন্তে নেমে চক্ষু চড়কগাছ হয় পুলিশের। তিন সন্দেহভাজন মহিলাকে গ্রেপ্তার করা হয়। এরপর হাতে আসে হাড়হিম করা তথ্য। ধৃতেরা হলেন মুনাগাপ্পা রজনী, মাদিয়ালা বেঙ্কটেশ্বরী এবং গুলরা রামনাম্মা। পুলিশ জানিয়েছে, বেঙ্কটেশ্বরীর বিরুদ্ধে ছোটখাটো অপরাধের মামলা রয়েছে। তেনালিতেই স্বেচ্ছাসেবীর কাজ করতেন। একটা সময় পাড়ি দিয়েছিলেন কম্বোডিয়ায়। সে দেশে সাইবার অপরাধের দুনিয়া জড়িয়ে পড়েন। পরবর্তী ফিরে আসেন দেশে। জানা গিয়েছে, বেঙ্কটেশ্বরী আরও দু’জনকে নিয়ে নিজের একটি দল গড়ে সিরিয়াল কিলিং শুরু করেন। অপরিচিতদের সঙ্গে আলাপ জমিয়ে তাঁদের সায়ানাইড মেশানো পানীয় খাইয়ে খুন করতেন তিন জন মিলে। তার পর সব লুট করতেন। ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Related Posts
চেন্নাইয়ে বিএমডবলিউ পিষে দিল চিত্রশিল্পীকে, অভিযুক্ত রাজ্যসভার সাংসদের মেয়ে পেয়ে গেলেন জামিনও
পুণের পোর্শে কাণ্ডের ভয়াবহতা এখনও কাটেনি। এরই মধ্যে প্রভাবশালীর গাড়ি পিষে দিল এক চিত্রশিল্পীকে। চেন্নাইয়ে রাজ্যসভার সাংসদ বিড়া মস্তান রাওয়ের মেয়ে মাধুরীর বিরুদ্ধে অভিযোগ উঠল পথের ধারে শুয়ে থাকা এক ব্যক্তিকে চাপা দেওয়ার। অভিযোগ মত্ত অবস্থায় তিনি গাড়ি চালাচ্ছিলেন। আহত ব্যক্তি মারা যান। এদিকে গ্রেপ্তার হওয়ার পর জামিনও পেয়ে গেলেন অভিযুক্ত। অভিযোগ, গত সোমবার রাতে […]
সামনের বছরেই মুম্বই-দিল্লি-কলকাতা রুটে চালু হচ্ছে কবচ সিস্টেম, জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার জানিয়েছেন স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা (এটিপি) বা কবচ সিস্টেম বসানোর কাজ করছে রেল। কোন রুটে কবের মধ্য়ে এই কাজ শেষ হবে সেটাও তিনি জানিয়ে দিয়েছেন। দিল্লি-কলকাতা এবং দিল্লি-মুম্বই রেলপথে কবচ বসানোর কাজ ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে শেষ হবে। গোল্ডেন কোয়াড্রিল্যাটেরালে অ্যান্টি-কলিশন প্রযুক্তি স্থাপনের মাধ্যমে যাত্রীদের ভ্রমণ নিরাপদ করার লক্ষ্য। দিল্লি-মুম্বই এবং […]
হাসপাতালে ভর্তি প্রবীণ বিজেপি নেতা উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী
অসুস্থ প্রবীণ বিজেপি নেতা এবং দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী ৷ বুধবার রাতেই দিল্লির এইমসে ভর্তি করানো হয়েছে তাঁকে ৷ হাসপাতাল সূত্রে খবর, বয়সজনিত সমস্যা নিয়েই ভুগছেন ৯৬ বছর বয়সী আডবাণী ৷ যদিও ঠিক কী সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তা এখনও জানা যায়নি। হাসপাতালের পক্ষ থেকে তাঁর অসুস্থতা সম্পর্কে বিশেষ কোনও তথ্য জানানো […]