মুম্বাইয়ের ঘাটকোপারে এমিরেটসের একটি বিমানের ধাক্কায় অন্তত ৩৬ ফ্ল্যামিঙ্গো মারা গেছে। একইসঙ্গে বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার একটি বন্যপ্রাণী কল্যাণ গোষ্ঠীর একজন সদস্য ঘটনাটি জানিয়েছেন। পবন শর্মা, ‘রাইজিং অ্যাসোসিয়েশন ফর ওয়াইল্ডলাইফ ওয়েলফেয়ার’ (RAWW) এর প্রতিষ্ঠাতা এবং বন বিভাগের অনারারি ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন, বলেছেন যে ঘাটকোপারের কিছু জায়গায় মৃত পাখি দেখা যাচ্ছে বলে অনেক লোক কল পেয়েছিলেন। তিনি জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃত পাখিগুলোকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মুম্বাইগামী এমিরেটস ফ্লাইটের সাথে সংঘর্ষে 36 জন ফ্ল্যামিঙ্গো মারা গেছে। সোমবার রাতে এ ঘটনা জানা গেছে। এই সংঘর্ষের পরে, ঘাটকোপার এলাকায় অনেক মৃত ফ্লেমিঙ্গো পাওয়া গেছে। এই সংঘর্ষে বিমানটিরও অনেক ক্ষতি হয়েছে। তবে বিমানটি নিরাপদে বিমানবন্দরে অবতরণ করে। বর্তমানে যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে জানা গেছে। বন কর্মকর্তা ও প্রাণী কর্মীরা মৃত ফ্লেমিঙ্গো পাখিগুলো সরিয়ে নিয়েছেন। এই দুর্ঘটনার অনেক ভিডিওও সামনে এসেছে। বলা হচ্ছে, মুম্বাইয়ের বিভিন্ন এলাকা থেকে মৃত ফ্লেমিঙ্গো উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন ফোন করে বিষয়টি জানালে বন বিভাগ ও অন্যান্য দল ঘটনাস্থলে পৌঁছে মৃত ফ্লেমিঙ্গোটিকে আটক করে।
Related Posts
‘শুভেন্দু নতুন এসেছেন, বিজেপিকে বোঝেন না’, বিরোধী দলনেতাকে তুলোধোনা সংখ্যালঘু সেলের সর্বভারতীয় সভাপতির
সংখ্যালঘুদের সমর্থন নিয়ে করা মন্তব্যের করায় দলের অন্দরে আরও চাপে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বিজেপির সংখ্যালঘু সেলের সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকী বলেন, “শুভেন্দুর এই ধরনের মন্তব্য করা ঠিক হয়নি।” পাশাপাশি বিরোধী দলনেতাকে নব্য বিজেপির তকমাও লাগিয়ে দেন তিনি। বলেন, “শুভেন্দু অধিকারী বিজেপিতে নতুন এসেছেন। তাই দলের নিয়ম জানেন না। বিজেপি সমর্কে জানতে হবে।” মাটির সঙ্গে বিরোধী […]
Maharashtra: ঘুরতে নিয়ে যাননি স্বামী, রাগে গিয়ে মেয়েকে শ্বাসরোধ করে হত্যা, আত্মঘাতী যুবতী
কাজের সূত্রে বাড়ির বাইরে থাকেন স্বামী। ফিরেছিলেন সপ্তাহের শেষে। তাও স্ত্রীকে না নিয়ে, বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন। অশান্তির সূত্রপাত সেখানেই। স্বামী-স্ত্রীর অশান্তির জেরে প্রাণ হারাল শিশুকন্যাও। বছর ২৩-এর যুবতী শ্বাসরোধ করে খুন করেছেন ৪ বছরের মেয়েকে। আত্মঘাতী নিজেও। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলার সিঁসেয়। ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, যুবতীর স্বামী পেশায় একজন মৎসজীবী। কাজের সূত্রে পরিবার […]
দিল্লিতে আচমকা ধূলিঝড়, মৃত ২, আহত ২০
শুক্রবার গভীর রাতে দিল্লি-এনসিআরে আঘাত হানা ঝড়ের কারণে দুই জনের মৃত্যু হয়েছে। যদিও আহত হয়েছেন ২০ জনের বেশি। ঝোড়ো হাওয়ার কারণে নগরীর অনেক এলাকায় গাছ উপড়ে পড়ার ঘটনা রেকর্ড করা হয়েছে। দিল্লি পুলিশের মতে, গাছ উপড়ে ফেলার ঘটনায় ৬ জন আহত এবং ২ জন মারা গেছে। ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় আহত হয়েছেন ১৭ জন। প্রবল ঝড়ের […]