স্বাস্থ্য পরিষেবায় সুরক্ষা আর নিরাপত্তায় জোর, ৪০ কোটি মঞ্জুর করল রাজ্য অর্থ দফতর

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারকীয় ঘটনায় স্বাস্থ্য পরিষেবায় সুরক্ষা আর নিরাপত্তায় জোর দিয়েছে রাজ্য। এই মর্মে বাংলার সব মেডিক্যাল কলেজের নিরাপত্তা জোরদার করতে ১০০ কোটি টাকা বরাদ্দ করে নবান্ন। তার মধ্যে ৪০ কোটি টাকা মঞ্জুর করল রাজ্যের অর্থ দফতর। রাজ্যের ২৮টি মেডিক্যাল কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করাই লক্ষ্য সরকারের। তাই সিসি ক্যামেরা লাগানো-সহ এক গুচ্ছ সুপারিশ করা হয়েছে। ইতিমধ্যেই মেডিক্যাল পড়ুয়াদের জন্য ডিউটি আওয়ার্স কমানো থেকে শুরু করে মহিলা স্বাস্থ্যকর্মীদের নাইট ডিউটি যতটা কম করা যায় সেই দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। হাসপাতালে যে-সমস্ত জায়গা অন্ধকার বা আলো কম সেইসব জায়গায় পর্যাপ্ত আলো এবং সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য। এই খাতে স্বাস্থ্য দফতরকে ৪০ কোটি টাকা দিল রাজ্যের অর্থ দফতর। অবিলম্বে হাসপাতালের সুরক্ষা ও নিরাপত্তার জন্য পরিকাঠামো নির্মাণে কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দিয়েছে সরকার। যতদ্রুত সম্ভব রাজ্য জুড়ে হাসপাতালগুলিতে এই কাজ শেষ করতে হবে।

error: Content is protected !!