আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারকীয় ঘটনায় স্বাস্থ্য পরিষেবায় সুরক্ষা আর নিরাপত্তায় জোর দিয়েছে রাজ্য। এই মর্মে বাংলার সব মেডিক্যাল কলেজের নিরাপত্তা জোরদার করতে ১০০ কোটি টাকা বরাদ্দ করে নবান্ন। তার মধ্যে ৪০ কোটি টাকা মঞ্জুর করল রাজ্যের অর্থ দফতর। রাজ্যের ২৮টি মেডিক্যাল কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করাই লক্ষ্য সরকারের। তাই সিসি ক্যামেরা লাগানো-সহ এক গুচ্ছ সুপারিশ করা হয়েছে। ইতিমধ্যেই মেডিক্যাল পড়ুয়াদের জন্য ডিউটি আওয়ার্স কমানো থেকে শুরু করে মহিলা স্বাস্থ্যকর্মীদের নাইট ডিউটি যতটা কম করা যায় সেই দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। হাসপাতালে যে-সমস্ত জায়গা অন্ধকার বা আলো কম সেইসব জায়গায় পর্যাপ্ত আলো এবং সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য। এই খাতে স্বাস্থ্য দফতরকে ৪০ কোটি টাকা দিল রাজ্যের অর্থ দফতর। অবিলম্বে হাসপাতালের সুরক্ষা ও নিরাপত্তার জন্য পরিকাঠামো নির্মাণে কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দিয়েছে সরকার। যতদ্রুত সম্ভব রাজ্য জুড়ে হাসপাতালগুলিতে এই কাজ শেষ করতে হবে।
Related Posts
ভোটে বেআইনিভাবে হস্তক্ষেপের চেষ্টা! রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে কমিশনে তৃণমূল
রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের। প্রথম দফা ভোটের দিন আলিপুরদুয়ারে যাওয়ার পরিকল্পনা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এতেই আপত্তি রাজ্যের শাসক দলের। তাদের দাবি, ভোটে বেআইনিভাবে হস্তক্ষেপ করতে চাইছেন রাজ্যপাল। বিষয়টি নিয়ে পদক্ষেপ করার আর্জি জানিয়ে প্রথম দফা ভোটের আগের দিন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। রাত পোহালেই উত্তরের তিন জেলায় ভোটের দামামা। কোচবিহার, আলিপুরদুয়ার ও […]
কলকাতার নয়া পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা, বিনীত গোয়েল হলেন স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি এবং আইজিপি, স্বাস্থ্য দফতরেও বিরাট রদবদল
প্রতিশ্রুতি মতোই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের বড় পদক্ষেপে পুলিশ এবং স্বাস্থ্য দফতরে বিরাট রদবদল। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন আইপিএস মনোজ কুমার ভার্মা। আইপিএস বিনীত কুমার গোয়েলকে স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি এবং আইজিপি করা হল। সোমবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত কুমার গোয়েলকে সরানোর হবে, জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা […]
অবশেষে স্বস্তির বৃষ্টি, ভিজল কলকাতা সহ একাধিক জেলায়
অবশেষে স্বস্তির বৃষ্টি। সোমবার সন্ধ্যায় কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয় হালকা থেকে মাঝারি বৃষ্টি। সেই সঙ্গেই শুরু হয় বিদ্য়ুতের ঝলকানি। ঝড়বৃষ্টি হল হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায়। অন্য দিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামেও হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বৃষ্টির ছোঁয়া পেয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান। উত্তরবঙ্গের কোচবিহারেও হয়েছে বৃষ্টি। সব জায়গাতেই বৃষ্টির […]