অসমে ভয়াবহ বন্যা। বহু মানুষ ঘরছাড়া। মৃত্যুর সংখ্যাও বাড়ছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অসমে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, সব মিলিয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে এবং কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছেন। বন্যার দ্বিতীয় পর্যায়ে রাজ্যের ৩৫টি জেলার মধ্যে ৩০টি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজ্যজুড়ে ২৪ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত এক মাস ধরে পরিস্থিতি ভয়াবহ , যার ফলে ফসল ধ্বংস ও গবাদি পশুর ক্ষতির পাশাপাশি প্রাণহানি ও পরিকাঠামোগত ক্ষতি হয়েছে। উত্তর-পূর্বের এই রাজ্যটিতে হাজার হাজার মানুষ বন্যার জেরে ঘরছাড়া অবস্থায় দিন কাটাচ্ছেন। অসমের বরপেটা জেলার প্রধান সমস্যা নদীভাঙন ও বন্যা। প্রায় ১,৪০,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৭৯টি গ্রাম প্লাবিত হয়েছে এবং প্রায় ১,৫৭১.৫ হেক্টর জমিতে ফসলের ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধুবড়ি জেলা, যেখানে ৭ লাখ ৭৫ হাজার ৭২১ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার জলে ৬৩,৪৯০.৯৭ হেক্টর ফসলি এলাকা ডুবে গেছে এবং ১১২টি রাজস্ব সার্কেলের ৩,৫১৮টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছে, নিয়ামাতিঘাট, গুয়াহাটি, গোয়ালপাড়া এবং ধুবড়িতে ব্রহ্মপুত্র নদের জলস্তর বিপদসীমার উপরে রয়েছে। অসমের মুখ্যমন্ত্রী পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার সন্ধ্যায় ডিব্রুগড় শহরে যান এবং বলেন যে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং সরকার সকলকে সাহায্য করার চেষ্টা করছে।
Related Posts
দেশের বিভিন্ন রাজ্যের স্মার্ট সিটির জন্য কেন্দ্রে বরাদ্দ প্রায় ৩০ হাজার কোটি টাকা, তালিকা নেই বাংলার নাম
বিজেপি সরকার বারবার বাংলাকে নানাভাবে বঞ্চিত করছে বলে অভিযোগ। এর আগে একাধিক প্রকল্পের টাকা আটকে রাখা নিয়ে আন্দোলনও হয়েছে। এরই মধ্যে ফের আর একবার পশ্চিমবঙ্গকে বঞ্চিত করল মোদি সরকার। দেশের বিভিন্ন প্রান্তে ১২টি ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটি গড়ে তোলার জন্য ২৮৬০২ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কিন্তু এই তালিকায় স্থান দেওয়া হয়নি পশ্চিমবঙ্গকে। যা নিয়ে […]
Full List of Modi Cabinet: পুরনো ‘টিমেই’ আস্থা, তবে মহিলাদের সংখ্যা কমল মোদির নতুন মন্ত্রিসভায়!
দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে তৃতীয় নরেন্দ্র মোদি মন্ত্রিসভার প্রথম বৈঠক হল। প্রধানমন্ত্রীর লোক কল্যাণ মার্গের বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকেই স্পষ্ট হয়ে গেল নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন। রবিবারই শপথ গ্রহণ করেছেন মোদি মন্ত্রিসভার ৭২ জন মন্ত্রী। মহিলাদের সংখ্যা কমল মোদির নতুন মন্ত্রিসভায়। এনডিএ-র মন্ত্রিসভার সব সদস্যদের নিয়ে সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে বসলেন […]
একটানা ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত ত্রিপুরায় মৃতের সংখ্যা বেড়ে ২৪, উদ্ধারকাজে গিয়ে মৃত আরও ২ জওয়ান
বিপর্যস্ত ত্রিপুরায় মর্মান্তিক ঘটনা। দুর্গতদের উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল দুই জওয়ানের। ভারী বৃষ্টির জেরে জলমগ্ন উত্তর পূর্ব ভারতের এই রাজ্য। ত্রিপুরার গ্রামের পর গ্রাম এখন জলের তলায়। দুর্যোগের কবলে পড়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের। জানা গিয়েছে, বন্যা দুর্গতদের বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ত্রিপুরা স্টেট রাইফেলসের দুই জওয়ান। বন্যা কবলিত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে […]