এবার দিল্লিতে যৌন নির্যাতনের শিকার সাত বছরের এক নাবালিকা। অভিযোগ বৃদ্ধ বাড়িওয়ালার বিরুদ্ধে। শনিবার রাতে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, ফাঁকা বাড়িতে প্রায়ই ওই নাবালিকাকে যৌন নির্যাতন করত সে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার পরিবার সাউথ দিল্লির একটি ভাড়া বাড়িতে থাকে। মা গৃহকর্ত্রী, বাবা শ্রমিক। কাজের জন্য বাবা সারাদিন বাইরেই থাকেন। মা কখনও কখনও বাড়ির বাইরে যেতেন। যে বাড়িতে তাঁরা ভাড়া থাকেন, সেই বাড়ির মালিকই এর সুযোগ নিত। ফাঁকা বাড়িতে নাবালিকাকে যৌন নির্যাতন করত। সদ্য নাবালিকা তার পরিবারকে ঘটনাটি জানায়। বাবা-মা বাড়িতে আছেন কি না, আগে জিজ্ঞাসা করত বাড়িওয়ালা। তারপর তাকে যৌন নির্যাতন করত। নাবালিকা জানিয়েছে, গত কয়েক মাস ধরেই বৃদ্ধ যৌন নির্যাতন করছে। নাবালিকার পরিবার এরপর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি নাবালিকার মেডিক্যাল টেস্ট হয়েছে। ঘটনার তদন্ত জারি রয়েছে। প্রসঙ্গত, চলতি মাসে কলকাতায় কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা বাংলা তথা দেশ। এরপর মহারাষ্ট্রের বদলাপুরে স্কুলে দুই নার্সারি পড়ুয়াকে যৌন নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। গত এক সপ্তাহে দেশজুড়ে একাধিক যৌন নির্যাতনের ঘটনা প্রকাশ্যে এসেছে। এবার সেই তালিকায় দিল্লি।
Related Posts
ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে মিডিয়ার কণ্ঠরোধ, গুয়াহাটি IIT ক্যাম্পাসে সাংবাদিকদের খবর সংগ্রহ করায় নিষেধাজ্ঞা জারি
সোমবার ২১ বছরের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল আইআইটি গুয়াহাটি ক্যাম্পাসে। তার পর থেকেই উত্তাল সেই প্রতিষ্ঠান। গত তিন ধরেই সেখানে পঠনপাঠন বন্ধ। পড়ুয়াদের দাবি, তাঁদের সহপাঠী মানসিক ভাবে বিধ্বস্ত ছিলেন। তা ছাড়া ওঁকে এফএ অর্থাৎ ফেলড অ্যাটেন্ড্যান্স দেওয়া হয়েছিল, সেটা নিয়েও উনি ভয় পেতেন যে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।ফলে প্রবল চাপে তিনি হয়তো […]
মধ্যপ্রদেশের জবলপুরে প্রধানমন্ত্রী মোদির রোডশো চলাকালীন মঞ্চ ভেঙে পড়ে বিপত্তি, আহত ৭
আগামী লোকসভা নির্বাচন উপলক্ষে রবিবার মধ্যপ্রদেশে ভোটপ্রচার শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জবলপুরে একটি রোডশো চলাকালীন মঞ্চ ভেঙে পড়ে বিপত্তি হয়। এই দুর্ঘটনায় কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। সিটি পুলিশ সুপার এইচআর পাণ্ডে এই মর্মে জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শোয়ের জন্য রামপুর-গোরক্ষপুর রোডের রাস্তার ধারে একটি স্বাগত মঞ্চ তৈরি করা হয়। প্রধানমন্ত্রীর গাড়ি মঞ্চের […]
আজ দেশজুড়ে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৬টি আসনে ভোট গ্রহণ চলছে
আজ দেশজুড়ে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৬টি আসনে ভোট গ্রহণ চলছে । এর মধ্যে পশ্চিমবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রও রয়েছে। লোকসভা নির্বাচনের পাশাপাশি আজ অন্ধ্র প্রদেশ ও ওড়িশায় বিধানসভা নির্বাচন চলছে। চতুর্থ দফার ভোটে সকালেই ভোটারদের মধ্যে ভাল সাড়া। সকাল ৯টা পর্যন্ত দেশজুড়ে ১০.৩৫ শতাংশ ভোট পড়েছে। সবথেকে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। ১৫.২৪ শতাংশ […]