কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবিতে লালবাজার অভিযান করে বামেরা। কিন্তু লালবাজারের কিছুটা আগেই, বেন্টিঙ্ক স্ট্রিটে আটকে দেওয়া হয় বাম কর্মী-সমর্থকদের। সেখানেই সভার আয়োজন করে বক্তৃতা দিতে শুরু করেন নেতৃত্বরা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এর আগে বিনীত গোয়েলের অপসারণ চেয়ে জুনিয়র চিকিৎসকরা লালবাজার অভিযান করেছিলেন। এবার লালবাজার অভিযান করল বামেরা। বামেদের লালবাজার অভিযান রুখতে পুলিশ ৯ ফুটের লোহার ব্যারিকেড দেয় বেন্টিঙ্ক স্ট্রিটে। সেই ব্যারিকেডের উপর উঠে দলীয় পতাকা হাতে প্রতিবাদ দেখান সিপিআইএম কর্মী-সমর্থকরা। ব্যারিকেড ভাঙার চেষ্টাও করেন তাঁরা। তাঁদের দাবি, শান্তিপূর্ণ মিছিলকে কেন আটকাবে পুলিশ? অন্যদিকে, বেশ কয়েকজন বাম সমর্থক দলীয় পতাকা হাতে নিয়ে লালবাজারের একদম কাছে পৌঁছে যান। সেখানে গিয়ে তাঁরা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানান। পুলিশের সাথে বচসা হয় তাঁদের। ১৪ জনকে আটক করে পুলিশ। প্রতিবাদে বেন্টিঙ্ক স্ট্রিটেই অবস্থানে বসেন বাম কর্মীরা। সেখানেই বক্তৃতা দেন মীনাক্ষী মুখার্জি, মহম্মদ সেলিম সহ অনেক বাম নেতৃত্ব। বিনীত গোয়েলকে পদ থেকে সরানোর দাবিতে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে লেখা একটি চিঠিও পাঠ করা হয়। পুলিশের তরফ থেকেও নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। লাগাতার মাইকিং করছে কলকাতা পুলিশ। প্রস্তুত রাখা হয়েছে জল কামান, দমকলের গাড়ি, র্যাপিড অ্যাকশন ফোর্স, কাঁদানে গ্যাস।
বামেদের ‘লালবাজার অভিযান’, পুলিশের গার্ডরেল পরিণত হল সভাস্থলে
