৪৩ সেকেন্ডের ওই ভিডিয়ো প্রকাশ্যে এনে দাবি করা হল, আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের চারতলার যে সেমিনার হল মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল, ভিডিয়োটি সেই সেমিনার হলের। বঙ্গ নিউজ এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি। আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর সেখানে অত মানুষ কী ভাবে প্রবেশ করেছিলেন, তাঁদের মধ্যে কেউ ‘বহিরাগত’ ছিলেন কি না, সোমবার প্রকাশ্যে আসা একটি ভিডিও ঘিরে সেই সব প্রশ্ন উঠছিল।দানা বাঁধছিল বিতর্কও। তার প্রেক্ষিতে সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশ স্পষ্ট জানিয়ে দিল, ভিডিয়োটি সেমিনার হলেরই। কিন্তু ঠিক যেখান থেকে দেহটি উদ্ধার হয়েছিল, সেই জায়গা ‘সুরক্ষিত’ই ছিল। পুলিশ ঘিরে রেখেছিল জায়গাটি। তার বাইরে ঘরের অন্য একটি অংশের ভিডিয়ো করা হয়েছে। ভিডিও প্রকাশ্যে আসার পর বিজেপির দাবি ছিল, বহিরাগতেরা ঢুকে ঘটনাস্থলের তথ্যপ্রমাণ নষ্ট করে ফেলেছেন। পুলিশ সেই দাবিও উড়িয়ে দিয়েছে। পুলিশের দাবি, যে ব্যবস্থা ছিল তাতে পুলিশের ঘিরে রাখা অপরাধস্থলে কারও প্রবেশ সম্ভব ছিল না।
Related Posts
Sanjay Rai CCTV Footage: হেলমেট হাতে সিঁড়ি দিয়ে উঠে আসছে ‘সঞ্জয় রাই’, আরজি কর হাসপাতালের হাড়হিম সিসিটিভি ফুটেজ!
সিঁড়ি দিয়ে উঠে আসছে এক যুবক। গলায় ঝোলানো মোবাইলের হেড ব্যান্ড। সিসি ক্যামেরার ফুটেজ তাই দেখা যাচ্ছে। কে এই যুবক? দাবি করা হচ্ছে এই যুবকই হল অভিযুক্ত ধৃত সঞ্জয় রাই। তার হাতে একটা হেলমেট ছিল বলে দাবি করা হচ্ছে। তার মানে বাইকে চেপে এসেছিল মূর্তিমান। সেই ভিডিওতে দেখা গিয়েছে ৯ অগাস্ট আরজিকর মেডিক্যাল কলেজ ও […]
আলোচনার জন্য জুনিয়র চিকিৎসকদের নবান্নে দ্বিতীয় আহ্বান
দীর্ঘ ২৪ ঘন্টা পার হওয়ার পর রাজ্যের মুখ্য সচিব চিঠি দিয়ে নবান্নে আলোচনার জন্য ডাকলেন জুনিয়র ডাক্তারদের। বুধবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ ১০ থেকে ১৫ জনের প্রতিনিধি দলকে আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে নবান্নে। তবে জুনিয়র ডাক্তাররা যে দাবিগুলি উল্লেখ করেছিল সেই দাবিগুলির কথা ওই চিঠিতে নেই। মুখ্য সচিবের ওই চিঠিতে পড়ুয়া চিকিৎসকদের উদ্দেশ্যে বলা […]
আগামীকাল অপরাজিতা নাম দিয়েই বিধানসভায় ধর্ষণ বিরোধী কড়া বিল আনছে রাজ্য সরকার
কলকাতাঃ ধর্ষণ বিরোধী কড়া আইন প্রণয়নে বিধানসভায় অপরাজিতা উইমেন চাইল্ড বিল ২০২৪ আনছে রাজ্য সরকার ৷ আগামিকাল, অর্থাৎ মঙ্গলবার রাজ্য বিধানসভায় যে বিল আসতে চলেছে এখনও পর্যন্ত তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি । তবে এটা জানা গিয়েছে যে, তার নাম হতে চলেছে অপরাজিতা উইমেন চাইল্ড বিল (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধন) ২০২৪ । এই বিল বিধানসভায় […]