সমস্ত জল্পনার অবসান। BJP-তেই যোগদান করছেন চম্পাই সোরেন। আগামী শুক্রবার অর্থাৎ ৩০ অগস্ট আনুষ্ঠানিকভাবে তিনি গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেবেন। এমনটাই দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সংবাদসংস্থার প্রকাশিত একটি ভিডিওতে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে একই গাড়িতে বসে থাকতে দেখা যায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। দাবি করা হয়, তাঁরা দু’জনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর তাঁর বাসভবন থেকে বেরিয়ে আসছিলেন। এরপর রাতেই অসমের মুখ্যমন্ত্রী একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। সেখানে অমিত শাহের সঙ্গে বৈঠক করেত দেখা যায় চম্পাই সোরেনকে। ক্যাপশনে হিমন্ত লেখেন, ‘কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিশ শাহের সঙ্গে দেখা করেছেম ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আদিবাসী নেতা চম্পাই সোরেন। ৩০ অগস্ট রাঁচিতে তিনি আনুষ্ঠানিকভাবে BJP-তে যোগ দেবেন।’
Related Posts
২০০ অ্য়াস্ট্রা মার্ক ১ মিসাইল তৈরির ছাড়পত্র দিল বায়ুসেনা
দেশীয় প্রযুক্তিতে মিসাইল তৈরির বিষয়টিতে গতি আনতে ভারতীয় বায়ুসেনা এবার পাবলিক সেক্টর ফার্ম ভারত ডায়নামিক্স লিমিটেডকে ২০০ অ্যাস্ট্রা মার্ক ১ এয়ার টু এয়ার মিসাইল তৈরির ছাড়পত্র দিল। এই অ্যাস্ট্রা মার্ক মিসাইল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তৈরি করেছে। তাদের সঙ্গে সহযোগিতা করেছিল বিডিএল। তারা মূলত প্রোডাকশন এজেন্সি হিসাবে কাজ করেছিল। ইন্ডিয়ান এয়ারফোর্সের ডেপুটি চিফ এয়ার মার্শাল আশুতোষ […]
ওয়ানাড ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হল ২৫৬, কেরল পৌঁছলেন রাহুল-প্রিয়াঙ্কা
কেরলের ওয়ানাডে ভয়ঙ্কর ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ২৫০৷ আহত শতাধিক৷ বৃহস্পতিবার বেইলি ব্রিজ সংযুক্ত করে ধসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আরেকটি পাহাড়ি এলাকায় পৌঁছনোর চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা৷ ওই এলাকায় এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে৷ ভূমিধসে আটকদের উদ্ধার করতে নামানো হয়েছে সেনা৷ কাজ করছে এনডিআরএফ এবং জরুরি অবস্থার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত স্থানীয় কর্মী৷ […]
নিপা ভাইরাসে মৃত কিশোরের সংস্পর্শে এসেছিলেন ৩৫০ জন, ঘুম উড়েছে কেরলের স্বাস্থ্য দফতরের
নিপা ভাইরাসে আক্রান্ত কিশোরের মৃত্যুর পর আরও একাধিক জেলায় সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করল কেরলের স্বাস্থ্য দফতর। সোমবার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, মৃত কিশোর মালাপ্পুরমের বাসিন্দা ছিলেন। তার সংস্পর্শে এসেছিলেন ছয়জন ভিন্ন জেলার বাসিন্দা। নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে তাঁদের শরীরে। নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেই পরীক্ষাগারে পাঠানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, মৃত কিশোরের সংস্পর্শে […]