বিজেপির ডাকা বনধ মানা হবে না। রাজ্য সচল থাকবে। সরকারি কর্মচারীদেরও অফিসে আসতে হবে। দোকানপাট খোলা থাকবে। পরিবহন ব্য়বস্থা সচল থাকবে। রাজ্য সরকারের তরফে জানালেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানান, বনধের সংস্কৃতিতে বাংলা বিশ্বাস করে না। সেই কারণে বনধ করা চলবে না। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় তা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে দেন। আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামিকাল রাজ্যের জনজীবন স্বাভাবিক রাখা হবে। সব কিছু চালু থাকবে। সরকারি কর্মীদের প্রতি সরকারের নির্দেশ, অবশ্যই সঠিক সময়ে অফিস আসতে হবে। দোকানপাট খোলা থাকবে। সরকার সেজন্য সবরকম ব্যবস্থা করবে। কারও কোনও ক্ষতি হলেও সরকার তা দেখবে। যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে। যানবাহন স্বাভাবিক রাখতে হবে। এটাও সরকারি নির্দেশ। সরকারি বাস চলাচল করবে। বেসরকারি বাসও চলবে স্বাভাবিক নিয়মে। বাংলাকে সবক্ষেত্রে সম্পূর্ণরূপে সচল থাকতে হবে। বাংলার সংস্কৃতি ও কৃষ্টি হল পারস্পরিক সৌজন্য ও সম্প্রীতির। সেই কৃষ্টির প্রতি সম্মান জানিয়ে পুলিশ আজ সবরকম সহযোগিতা করেছে। ধৈর্যের পরিচয় দিয়েছে।’
Related Posts
হাসপাতালে ভর্তি শীর্ষেন্দু মুখোপাধ্যায়
শীর্ষেন্দু মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি রয়েছেন।হৃদযন্ত্রের জটিলতা এড়াতে সাহিত্যিকের বুকে পেসমেকার বসানো রয়েছে অনেকদিন ধরেই। চিকিৎসার নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পর সেই পেসমেকার বদলাতেও হয়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পেসমেকারটি পুরনো হয়ে গিয়েছিল। সেই পেসমেকার পাল্টানোর অস্ত্রোপচারের জন্যই তিনি হাসপাতালে ভর্তি হন। সেই অস্ত্রোপাচার সফল হয়েছে। হাসপাতালে ভর্তির খবর জানাজানি হতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷ তবে চিন্তার কোনও […]
আরজি কর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষা করবে সিবিআই!
সূত্রের খবর, আরজি কর-কাণ্ডে এবার বড় পদক্ষেপ করতে চলেছে সিবিআই। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য তাঁর পলিগ্রাফ টেস্ট করা হতে পারে । সিবিআই পলিগ্রাফ টেস্ট করবে বলে ঠিক করেছে । তবে গোটাটাই হবে দিল্লির থেকে সবুজ সংকেত পাওয়ার পর । সূত্রের খবর, সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করার আগে […]
আন্দোলনের অভিমুখ বদল, অবস্থান বিক্ষোভে ইতি টেনে স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতর পর্যন্ত মিছিল জুনিয়র চিকিৎসকদের
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় স্বাস্থ্য অধিকর্তাদের পদত্যাগের দাবিতে স্বাস্থ্যভবন অভিযান করেছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তখন তাঁদের নিশানায় ছিল রাজ্য সরকার। আর ১১ দিন পর, আজ যখন নিজেদের দাবিপূরণের পর কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন তাঁদের আক্রমণের তির ঘুরে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকে। শুক্রবার স্বাস্থ্যভবনের সামনে থেকে […]