আরজি কর কাণ্ডে প্রতিবাদে এবার নবান্ন অভিযান। সেই কর্মসূচিকে কেন্দ্র করে যখন রণক্ষেত্রের চেহারা নিল সাঁতরাগাছি, তখন ফের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুললেন শুভেন্দু অধিকারী। বললেন, মমতা পিসফুলি করুন, মানুষ আর ট্যাক্সের টাকা-বিদ্যুতের বিল দেবে না।’ শুভেন্দু বলেন, ‘সাঁতরাগাছি বিক্ষোভকারীদের আমি অনুরোধ করে, সাধারণ পুলিসকর্মী, ছাত্র সমাজ-সহ নিরীহ জনগণ, তাঁরা আক্রান্ত হয়েছিল, আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যেত। পুলিসের জলকামানের জল শেষ, গ্যাস শেষ। তাঁরা হয়তো বাধ্য় হত গুলি করত। এই রকম একটা পরিস্থিতিতে সাঁতরাগাছির বিক্ষোভকারীদের ভিডিও কল করে আমি কার্যত অনুরোধ করেছি, নিচের তলার পুলিসের বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ নেই। তাঁদেরও স্ত্রী আছে, মা আছে, বোন আছে, মেয়ে আছে। আমরা চাই না, মমতা বন্দ্য়োপাধ্যায়, রাজীব কুমারদের ভুল নীতির জন্য তাঁরা ক্ষতিগ্রস্ত হোন’। শুভেন্দু বলেন, ‘পুলিসকে বলব, বেয়াদপিটা বন্ধ করুন। পুলিসকে বলব, বেয়াদপিটা বন্ধ করুন। কলেজ স্কোয়ার থেকে আটকাতে পারেনি। আপনারা আটকাতে পারেননি ধর্মতলায়। কন্টেনার ফেল করেছে। ফার্স্ট ব্যারিকেড ভেঙে গিয়েছে, সেকেন্ড ব্যারিকেডও কার্যত ভাঙার পথে। ব্রিজ টপকালেই নবান্ন। একদম কাছেই এসে গিয়েছে ৩৫ থেকে ৪০ হাজার জনতা। অনুরোধ করব, আপনারা আগে ধরপাকড় আর মারধর বন্ধ করুন। জাগ্রত জনতার সঙ্গে আপনারা পারবেন না’। বিরোধী দলনেতার হুঁশিয়ারি, ‘এই আন্দোলন একদিনের নয়। আন্দোলন আরও তীব্র হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। পশ্চিমবাংলার রাষ্ট্রপতি শাসনে নির্বাচনে মাধ্যমে সরকার পরিবর্তন হোক, আমরা চাই। সংযত আচরণ করুন। আপনাদের হাতে আর কিছু নেই। পুরোটাই জনগণের হাতে’।
Related Posts
সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে সিজিওতে হাজিরা দিলেন বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে
সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে শনিবার সিজিওতে হাজিরা দিলেন বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে । আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ট বলে পরিচিত বিরূপাক্ষ । তাঁকে আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা সংক্রান্ত বিষয় জিজ্ঞাসাবাদ করতেই সিজিওতে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজি করের ঘটনার দিন কেন তিনি ঘটনাস্থলে ছিলেন সেই নিয়ে জানতে […]
বাংলার ৪ কেন্দ্রে শুরু উপনির্বাচন
লোকসভা ভোট মিটতেই বুধবার ৭ রাজ্যের ১৩টি আসনে উপনির্বাচন। এর মধ্যে বাংলার চারটি কেন্দ্রে উপনির্বাচন শুরু হয়েছে। বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং মানিকতলা। চারটি কেন্দ্রে উপনির্বাচনের জন্য মোতায়েন রয়েছে ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে বাগদা কেন্দ্রে। এদিকে উপনির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগের রাত থেকে উত্তপ্ত রানাঘাট দক্ষিণের পায়রাডাঙা। মঙ্গলবার মধ্যরাতে বিজেপির […]
আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুন ঘটনা নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে ১০০ জন নোটিশ পাঠাল লালবাজার
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে উঠেছে অভিযোগ। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা খবর ছড়িয়ে পড়েছে। যেগুলির মধ্যে ভুয়ো খবরের সংখ্যাই সর্বাধিক। আর এই ভুয়ো খবরের জেরেই প্ররোচিত হয়ে একদল লোক আরজি কর হাসপাতালে মাঝরাতে হামলা করেছে বলে দাবি করেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এআই–এর মাধ্যমে ভিডিয়ো তৈরি করে সোশ্যাল […]