নবান্ন অভিযানের ডাক দেওয়া ছাত্র সমাজ সংগঠনের অন্যতম প্রধান মুখ সায়ন লাহিড়িকে গ্রেফতার করল পুলিশ৷ গতকালই তাঁকে আটক করা হয়৷ আজ তাঁকে গ্রেফতার করা হয়েছে৷ আজই সায়নকে আদালতে পেশ করা হবে৷ পুলিশ সূত্রে খবর, নবান্ন অভিযানের নামে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের অভিযোগেই সায়ন লাহিড়িকে গ্রেফতার করা হয়েছে৷ গতকাল নবান্ন অভিযানকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ কলকাতা, হাওড়ার একাধিক জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধে৷ নবান্ন অভিযানের ডাক দেওয়া ছাত্র সমাজ সংগঠন নিজেদেরকে অরাজনৈতিক বলেই দাবি করেছিল৷ যদিও শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল, এই সায়ন লাহিড়ির সঙ্গে বিজেপি, আরএসএস-এর সক্রিয় যোগ রয়েছে৷ সায়নের রাজনৈতিক পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করে পুলিশও৷ নবান্ন অভিযানের আগে এই সায়ন লাহিড়ি শহরের একটি পাঁচ তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে সায়ন গোপন বৈঠকও করতে গিয়েছিলেন বলে দাবি করে পুলিশ৷ নবান্ন অভিযানে তুমুল অশান্তির পরেই পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, আদৌ এই আন্দোলনের সঙ্গে ছাত্ররা যুক্ত কি না৷ পুলিশের পক্ষ থেকে দেড়শোর কাছাকাছি বিক্ষোভকারীকে আটকও করা হয়৷ কলকাতা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানায় ১১টি স্বতঃপ্রণোদিত মামলাও দায়ের করা হয়৷ তার পরেই আটক করা হয় সায়ন লাহিড়িকে৷
Related Posts
অন্ধ্রপ্রদেশের বিধায়ককে খুনের চেষ্টা, প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি সহ ৫ জনের বিরুদ্ধে মামলা
আবারও অস্বস্তিতে পড়লেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআরসিপি সভাপতি জগন মোহন রেড্ডি। দলের পার্টি অফিস আগেই ভেঙে চুরমার করে দিয়েছিল অন্ধ্র সরকার। আর এবার জগন মোহন সহ ৫ জনের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। গুন্টুর জেলার নাগারামপালেম পুলিশ শুক্রবার তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা, হেফাজতে নির্যাতন এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের উন্দির বিধায়ক […]
পুনে-নাসিক হাইওয়েতে গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক চালকের
শনিবার রাত সাড়ে ন’টা নাগাদ পুনে-নাসিক হাইওয়েতে বাইক আরোহী তুরুণকে সামনে থেকে ধাক্কা মারল একটি ফরচুনার গাড়ি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৯ বছরের ওম ভালেরাও নামে ওই তরুণের ৷ আর এই ঘটনায় অভিযুক্তের পরিচয়, মহারাষ্ট্রের খেড় আলান্দির বিধায়ক দিলীপ মোহিতে পাতিলের ভাইপো ময়ূর মোহিতে ৷ পুলিশের তরফে জানান হয়েছে, রাস্তা রং-সাইড দিয়ে তীব্র গতিতে গাড়ি […]
মধ্যপ্রদেশে জীবন্ত অবস্থায় ২ মহিলাকে মাটিতে পুঁতে দেওয়ার ভয়াবহ কাণ্ডের ভিডিও প্রকাশ্যে আস্তেই সক্রিয় হল জাতীয় মহিলা কমিশন
রাস্তা নির্মাণ নিয়ে শুরু হয় বিরোধ। যে জমিতে রাস্তা নির্মাণ হচ্ছিল, সেটি লিজ নেওয়া জমি বলে দাবি করে, রাস্তা নির্মাণের বিরোধিতা করেন দুই মহিলা। এরপর, ট্রাকে আসা নুড়ি ওই প্রতিবাদরত মহিলাদের উপর ঢেলে দেওয়া হয়। তাদের জীবন্ত পুঁতে ফেলার চেষ্টা করা হয়। পরে তাঁদের জীবন্ত অবস্থায় অর্ধেক পুঁতে ফেলতে দেখা যায়। গোটা ঘটনার ভিডিয়ো সামনে […]