পশ্চিমবঙ্গে বিজেপি গুন্ডামি করছে। অভিযোগ তুলে এবার সরব হলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বৃহস্পতিবার পাটনায় পদ্ম শিবিরের বিরুদ্ধে তোপ দাগেন বিহারের বিরোধী দলনেতা। আরজেডি নেতার অভিযোগ, বাংলায় গুন্ডাগিরি করছে বিজেপি। দোকানবাজার থেকে জিনিসপত্র টেনে বার করা হচ্ছে। দোকান-বাজার থেকে জিনিসপত্র লুঠ করা হচ্ছে বলে অভিযোগ তেজস্বীর। লালু পুত্র আরও অভিযোগ, শান্তির পরিবেশ নষ্ট করতে চাইছে বিজেপি। এরপরেই বিস্ফোরক দাবি করেন তিনি। তেজস্বীর অভিযোগ, প্রতিনিয়ত জনগণকে উষ্কানি দেওয়ার কাজ করছে বিজেপি। এদিন বাংলার মুখ্যমন্ত্রীর কথা রেশ টেনেই ভারতীয় জনতা পার্টিকে তীব্র আক্রমণ করেন তেজস্বী যাদব। আরডেজি নেতার দাবি, বিজেপি উষ্কানি দেওয়ার চেষ্টা করলেও বাংলা বা অন্য কোনও রাজ্যের মানুষ বিজেপির এই ফাঁদে পা দেবেন না। এরপরেই তেজস্বীর অভিযোগ, উত্তরপ্রদেশে সবথেকে বেশি ধর্ষণের ঘটনা ঘটে। বিজেপি শাসিত রাজ্যে সবথেকে বেশি ধর্ষণের ঘটনা ঘটে। বিহারেও এই ধরেন ঘটনা ঘটছে। তখন তারা চুপ করে থাকেন কেন? তেজস্বীর কথায়, বিজেপি বিরোধী শাসিত রাজ্যে এই ধরনের আবহকে কেন্দ্র করে প্যানিক তৈরির চেষ্টা করছে। যা কখনই সফল হবে না বলেই দাবি করেছেন তিনি।
Related Posts
নিট-ইউজি পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই
সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-ইউজি পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই ৷ সূত্রের খবর, জমা পড়া চার্জশিটে ১৩ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে ৷ এই ঘটনায় মোট ৬টি এফআইআর দায়ের করে সিবিআই ৷ বিহার, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র এবং রাজস্থান-এই সমস্ত রাজ্যের বিভিন্ন ঘটনায় অভিযোগ দায়ের হয়েছিল ৷ বিহারে দায়ের হওয়া অভিযোগটি ছিল প্রশ্ন […]
অন্ধ্রপ্রদেশের বিধায়ককে খুনের চেষ্টা, প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি সহ ৫ জনের বিরুদ্ধে মামলা
আবারও অস্বস্তিতে পড়লেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআরসিপি সভাপতি জগন মোহন রেড্ডি। দলের পার্টি অফিস আগেই ভেঙে চুরমার করে দিয়েছিল অন্ধ্র সরকার। আর এবার জগন মোহন সহ ৫ জনের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। গুন্টুর জেলার নাগারামপালেম পুলিশ শুক্রবার তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা, হেফাজতে নির্যাতন এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের উন্দির বিধায়ক […]
লোহা গলানোর সময় বিস্ফোরণ, নিহত ৩
আলিগড়ের তালানগরী এলাকায় বলকামেশ্বর নামের একটি কারখানায় স্থাপিত চুল্লিতে লোহা গলানোর সময় বিস্ফোরণ ঘটে। এ সময় কারখানায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানায় আগুন ধীরে ধীরে ভয়াবহ রূপ নেয়। আগুন লেগে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। অর্ধশতাধিক মানুষ গুরুতর আহত বলে জানা গেছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের স্বজনরা […]