ICC চেয়ারম্যান হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি খোঁচাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিক না হয়েও জয় ‘ক্ষমতাশালী’ হয়ে উঠেছেন বলে কটাক্ষ মমতার। জয় শাহ ICC-র চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কটাক্ষের সুরে মমতা পোস্টে লেখেন, ‘আপনার ছেলে রাজনীতিক হননি, তবে তিনি ICC-র চেয়ারম্যান হয়েছেন। যে পদ অনেক রাজনীতিকের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার ছেলে সত্যিই খুব খুব ক্ষমতাশালী হয়ে উঠেছেন এবং তাঁর এই সাফল্য ও উচ্চতালাভের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।’ গত মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার চেয়ারম্যান ঘোষিত হয়েছেন জয় শাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হন জয় শাহ। তিনি BCCI-এর সচিব। যদিও, বর্তমান ICC চেয়ারম্যান গ্রেগ বার্কলের মেয়াদ রয়েছে ১ ডিসেম্বর অবধি। সে দিন থেকেই ICC-র নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন জয় শাহ। তবে, জয় শাহ-র ICC চেয়ারম্যান পদ পাওয়ার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
Related Posts
৬ উইকেটে জয়ী দিল্লি ক্যাপিটালস
লখনউ সুপার জায়ান্টস- ১৬৭/৭ (রাহুল ৩৯, আয়ুষ অপরাজিত ৫৫, কুলদীপ ২০/৩)দিল্লি ক্যাপিটালস- ১৭০/৪ (ফ্রেসার ৫৫, ঋষভ ৪২)৬ উইকেটে জয়ী দিল্লি। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হার। লিগ টেবিলে সবার শেষে পড়ে আছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে শুক্রবার লখনউ সুপার জায়ান্টসকে হারাতেই হত। কুলদীপ যাদবদের দুরন্ত বোলিং পারফরম্যান্সে সেই কাজটাই করল […]
ইতিহাস সৃষ্টি করলেন বিনেশ ফোগাট, অলিম্পিক ফাইনালে উঠলেন প্রথম মহিলা, নিশ্চিতের পথে ভারতের পদক
ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে ইতিহাস বিনেশ ফোগাটের। সেমিফাইনালে উঠে আগেই নজির গড়েছিলেন। এ বার অলিম্পিক পদকও নিশ্চিত করলেন। সোনার সম্ভাবনা উজ্জ্বল বিনেশের সৌজন্যে। যে ফর্মে রয়েছেন তাতে এমন প্রত্যাশা রাখাই যায়। টোকিও অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে এতটা পথ এসেছিলেন বিনেশ। এমন এক প্রতিপক্ষ যিনি টানা ৮২ ম্যাচ জিতে নেমেছিলেন। তাঁকেও হারিয়ে দিয়েছেন বিনেশ ফোগাট। ৫০ […]
কোপা সেমিফাইনালে কলম্বিয়া সমর্থকদের সঙ্গে হাতাহাতি উরুগুয়ে ফুটবলারদের
খেলার মাঠে এ দৃশ্য বড় অশোভন। ফুটবলারদের উদ্দেশে গ্যালারি থেকে কটূক্তি, বিয়ারের ক্যান, কাপ ছোড়া! পালটা সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়া ফুটবলারদের। বৃহস্পতিবার কোপা আমেরিকার সেমিফাইনালে এই অশোভন দৃশ্যেরই সাক্ষী থাকল ফুটবল বিশ্ব।বৃহস্পতিবার কোপার টানটান সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হায়েছে কলম্বিয়া। চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে ছিল ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। কিন্তু এদিন খানিক অঘটন ঘটিয়েই […]