প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়ার নামকরে আদিবাসী নাবালিকাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ এক হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে। মালদার হবিবপুর থানা এলাকায় গত বুধবার ওই ঘটনা ঘটে। গতকাল নাবালিকার পরিবারের পক্ষ থেকে হবিবপুর থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে অভিযুক্ত হাতুড়ে চিকিৎসক সুবল মণ্ডলকে পুলিশ আটক করেছে। সূত্রের খবর, ওই নাবালিকা স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। ছাত্রীর অভিযোগ, প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়ার নামে সুবোধ তাকে ফোন করে তার বাড়ির চেম্বারে ডেকে পাঠায়। ছাত্রী চেম্বারে গেলে সুবোধ তাকে ধর্ষণ করে। সূত্রের খবর, চিকিৎসকের চেম্বার থেকে কোনও ভাবে পালিয়ে বাড়ি ফেরে ওই ছাত্রী। অভিভাবকদের বিস্তারিত জানায়। অভিভাবকরা গতকাল হবিবপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান। পুলিশ জানায়, ছাত্রীকে হাসপাতালে নিয়ে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিষ কুণ্ডু হাতুড়ে চিকিৎসকের কঠোর শাস্তির দাবি জানিয়ে্ছেন। রাজ্য বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় আদিবাসী নাবালিকার ধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনিও চিকিৎসকের শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিজেপি যুব মোর্চার নেতার হুঁশিয়ারি, হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে পুলিশ আইনি পদক্ষেপ না করলে ও নাবালিতা সুবিচার না পেলে তাঁরা আন্দোলন শুরু করবেন। ‘আদিবাসী সেঙ্গেল অভিযান’-এর উত্তরবঙ্গের জোনাল সভাপতি মোহন হাঁসদা অভিযোগ করেন, গত এক সপ্তাহে রাজ্য জুড়ে দশ জন আদিবাসী মহিলাকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের প্রতিবাদে তাঁরা ধর্না প্রদর্শন করবেন এবং আজ রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেবেন। আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের ওপর যৌন নির্যাতনের প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলনে নামার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে আদিবাসী নেতা জানিয়েছেন।
Related Posts
বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে একাধিক লরির সংঘর্ষ, স্তব্ধ যান চলাচল
সাত সকালেই বিপত্তি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পর পর একাধিক লড়ির সংঘর্ষ, স্তব্ধ হয়ে পড়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের একটি লেন। বন্ধ এক্সপ্রেসওয়ের এয়ারপোর্টগামী লেন। দক্ষিনেশ্বরগামী লেন দিয়েই আপাতত চালানো হচ্ছে গাড়ি। জানা গেছে, এদিন সকালে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের প্রমোদনগর থেকে একটি ট্রলার বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠছিল। সেই সময় ট্রলারটিকে দেখে থেমে যায় এয়ারপোর্টগামী একটি লরি। আর সেই লরির পেছনে থাকা […]
ভাটপাড়ায় তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ
১৪ আগস্ট রাতে ভাটপাড়ায় খুন হয়েছিলেন তৃণমূল কর্মী গনপত সিং। সেই খুনের ঘটনায় মূল অভিযুক্ত বিজয় পাশোয়ানকে সোমবার রাতে গ্রেপ্তার করল পুলিশ। যে ৭ এম এম রিভলভার দিয়ে গুলি করে খুন করা হয়েছিল, সেই রিভলবারও উদ্ধার করা হয়েছে। মোট চারটি রিভলভার উদ্ধার করা হয়েছে। যার মধ্যে দুটি ৭ এম এম, দুটি ওয়ান শাটার। উদ্ধার রয়েছে […]
রানাঘাটে ব্যাপক ভোটের ব্যবধানে জয়ী তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী
শনিবার সকাল থেকেই চার বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর গণনা রাউন্ড যত এগোচ্ছে ততই পিছিয়ে পড়ছে রাজ্যের প্রধান বিরোধী দল। এই আবহে বিজেপি এখন মাঠ ছেড়ে পালাতে চলেছে। লোকসভা নির্বাচনে রানাঘাট আসন জিতে নেন বিজেপির জগন্নাথ সরকার। তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন মুকুটমণি অধিকারী। তৃণমূল কংগ্রেস এখানে জেতেনি। তবে দেড় মাসের মাথায় খেলা ঘুরে […]