বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় গো রক্ষকদের দ্বারা পিটিয়ে মারার অভিযোগ উঠলো বাংলার এক পরিযায়ী শ্রমিকের। গত ২৭ অগাষ্ট ঘটনাটি ঘটেছে হরিয়ানায়। অভিযোগ উঠেছে স্থানীয় ‘গো রক্ষা’ কমিটির দিকে। হরিয়ানার বধরা থানায় এবিষয়ে একটি অভিযোগও দায়ের হয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবনের বাসন্তী থানা এলাকার বাসিন্দা সাগির মল্লিক পরিযায়ী শ্রমিক হিসেবে হরিয়ানায় কাজ করতে গিয়েছিলেন। গত ২৭ অগাষ্ট তিনি গো মাংস ভক্ষণ করেছেন এই সন্দেহে তাঁকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নেমে হরিয়ানার পুলিশ আট জনকে গ্রেফতার করেছে বলে খবর। যদিও মৃত সাগিরের পরিবারের দাবি, সাগির কখনই গো মাংস ভক্ষণ করেননি বা তাঁর পরিবারের কেউ গরুর মাংস ভক্ষণ করেন না। শুক্রবার সাগিরের কফিনবন্দি দেহ বাসন্তিতে তাঁর বাড়িতে পৌঁছায়। এদিন বিকেলে তাঁকে কবরে সমাহিত করা হয়। এবিষয়ে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ মৃত সাগিরের ভাই বাবুর আলি মল্লিকের সঙ্গে যোগাযোগ করে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। মৃত সাগিরের বাড়িতে বৃদ্ধ বাবা-মা ছাড়াও আছে ভাই, বোন এবং স্ত্রী ও তিন বছরের একটি সন্তান। বাসন্তি পঞ্চায়েতের প্রধান শ্রীদাম মণ্ডল এদিন জানান, পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিকের কাজ করতে অনেকেই বিভিন্ন রাজ্যে যান। কিন্তু এই ধরনের ঘটনায় তিনি স্তম্ভিত ও মর্মাহত।
Related Posts
এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করল নির্বাচন কমিশন
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করল নির্বাচন কমিশন। দুটো কারণে পৃথক ভাবে শোকজ করেছে নির্বাচন কমিশন।কেন এই পদক্ষেপ নিল নির্বাচন কমিশন? জানা গিয়েছে, ৫ মে বিজেপির তরফে যে বিজ্ঞাপনগুলি সংবাদমাধ্যমে দেওয়া হয়েছিল, তার জন্যই পদক্ষেপ করল নির্বাচন কমিশন। সেই বিজ্ঞাপনগুলি নিয়েই তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনের কাছে। তার পরেই কমিশন এর […]
শিবের মাথায় জল ঢালতে গিয়ে বিপত্তি, বাগডোগরায় নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক ভক্তকে ধাক্কা গাড়ির, মৃত ৭
সোমবার গোকুলজোত গ্রাম থেকে বাগডোগরার জংলি বাবার মন্দিরে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে পুণ্যার্থীরা ভোরে বেরিয়েছিলেন। সেই সময় মুনি চা বাগান এলাকায় বাবাধাম থেকে আগত সিকিম নম্বর প্লেটের একটি চার চাকার গাড়ি তীব্র গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে একের পর এক পুণ্যার্থীদের ধাক্কা মারে। দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল ৭ পুণ্যার্থীর। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার […]
৬২৮ বছরে পা দিল মাহেশের রথ
শ্রীরামপুরের মাহেশের রথ শুধু হুগলি জেলার নয়, গোটা বাংলার কাছে পরিচিত হুগলির শ্রীরামপুরের মাহেশের রথে। এদিন সকালে গর্ভগৃহ থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ বের করে আনা হয় মন্দির প্রাঙ্গণের বাইরে। রথের দিন রীতি মেনে জগন্নাথ মন্দিরের দালানে ভক্তদের দর্শন দেন জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা। তার আগে দুদিন ধরে চলে নবযৌবন উৎসব। প্রথা অনুযায়ী স্নান […]