পদক জিততে পারেননি ঠিকই, কিন্তু গত মাসে অংশ নিয়েছিলেন প্য়ারিস অলিম্পিক্সের ম্যারাথনে ৷ মাস ঘুরতে না-ঘুরতেই সব শেষ ৷ উগান্ডার মহিলা দৌড়বিদ রেবেকা চেপতেগেইকে পুড়িয়ে মারল তাঁর সঙ্গী ৷ মাত্র ৩৩ বছরে মৃত্যু হল উগান্ডার ম্য়ারাথন রানারের ৷ বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে রেবেকার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে সঙ্গীর আক্রমণে শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছিল অলিম্পিয়ানের ৷ প্য়ারিসে সদ্য সমাপ্ত অলিম্পিক্সে মহিলাদের ম্য়ারাথনে অংশ নিয়েছিলেন রেবেকা, যেখান ৪৪তম স্থানে শেষ করেছিলেন তিনি ৷ জমি নিয়ে বচসার জেরেই এই মৃত্যু বলে জানা গিয়েছে পুলিশের তরফে ৷ পুলিশ জানিয়েছে, গত সোমবার ঝগড়ার পর রেবেকার সঙ্গী ডিকসন এন্ডিমা গ্য়াসোলিন ঢেলে দেন অ্যাথলিটের গায়ে ৷ ঘটনায় দু’জনেই আহত হয় ৷ রেবেকার মৃত্যু হলেও আইসিইউ’তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাঁর সঙ্গী ৷ এন্ডিমার শরীরেরও ৩০ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ তবে সে সুস্থ হচ্ছে বলে জানানো হয়েছে ৷ অ্য়াথলিটের পরিবারের তরফে জানানো হয়েছে, ট্রেনিং সেন্টারের নিকটে ট্রান্স এনজোইয়া অঞ্চলে একটি জমি কিনেছিলেন রেবেকা এবং সেখানে বাড়িও তৈরি করেছিলেন ৷ সেই জমি নিয়েই সঙ্গীর সঙ্গে তাঁর অশান্তি চলছিল ৷ যার পরিণতি হল ভয়ঙ্কর ৷ অপরাধীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন রেবেকার বাবা-মা ৷
Related Posts
ফের বিয়ের পিঁড়িতে সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়
রবিবারই ফের জীবনের নতুন ইনিংস শুরু করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস। দ্বিতীয় স্ত্রী-র নাম অর্পিতা চট্টোপাধ্যায়৷ দুদনেই এদিন মালাবদল সারলেন। হল বিয়ের রেজিস্ট্রি। স্নেহাশিসের প্রথম স্ত্রী মোম গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে বিবাহ বিচ্ছেদের সময় দুদনের মধ্যে তিক্ততা ছড়ায়। কারণ তাঁর প্রাক্তন স্ত্রী গার্হস্থ্য হিংসার অভিযোগ করেছিলেন। এদিন সৌরভ ও ডোনা থাকতে পারেননি। রবিবার দুপুরে স্নেহাশিস ও […]
আফগানিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিল ভারত
গ্রুপ লিগের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয় ভারত। দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়া পরাজিত করে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। প্রত্যাশিতভাবেই তৃতীয় ম্যাচে আমেরিকাকেও হারিয়ে দেন রোহিত শর্মারা। তবে কানাডার বিরুদ্ধে ভারতের শেষ গ্রুপ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ভারত এবং এ-গ্রুপের এক নম্বর দল হিসেবে সুপার এইট রাউন্ডে […]
দিল্লি ক্যাপিটালসকে ৪৭ রানে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৮৭/৯ (জ্যাকস-৪১, পাতিদার- ৫২)দিল্লি ক্যাপিটালস: ১৪০/১০৪৭ রানে জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একের পর এক সহজ ক্যাচ ছেড়ে আরসিবি ব্যাটারদের রান করার সুযোগ করে দেন অক্ষর প্যাটেলরা। যার ফল ভুগতে হয় ক্যাপিটালসকে। আরসিবির কাছে হেরে খাদের কিনারায় চলে যায় দিল্লি। অথচ জিতলে আইপিএল ২০২৪-এর প্লে-অফের লড়াইয়ে বাড়তি অক্সিজেন পেত ক্যাপিটালস।দিল্লি চলতি মরশুমে তিনটি […]