রাজস্থানে ২টি বাইকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, ৬ যুবকের মৃত্যু 

রাজস্থানের অনুপগড় জেলার শ্রীবিজয়নগরের কাছে এক পথ দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে ৷ বুধবার রাতে একটি গাড়ির সঙ্গে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু হয় ৬ যুবকের ৷ সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে, গাড়ি ও বাইক দু’টি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ ঘটনাস্থলেই তিন যুবকের মৃত্যু হয় ৷ বাকি তিন জনকে অ্যাম্বুলেন্সের সাহায্যে সরকারি হাসপাতালে পাঠানো হয় ৷ তাঁদের আঘাত এতটাই গুরুতর ছিল, সেখান থেকে তাদের শ্রী গঙ্গানগর হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ কিন্তু যেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন । দুর্ঘটনার পর গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ৷ জানা গিয়েছে, যুবকরা সবাই মদের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করত ৷একটি ধর্মীয় সমাবেশ থেকে বুধবার রাতে দু’টি মোটরসাইকেলে করে তাঁদের গ্রামে বখতাওয়ারপুরে ফিরছিলেন এই ছয় যুবক ৷ কিন্তু রাজস্থানের অনুপগড় জেলার শ্রীবিজয়নগরের ২৫ পুলির কাছে ঘটনাটি ঘটে ৷ শ্রীবিজয়নগরের এসএইচও গোবিন্দ বিষ্ণোই জানিয়েছেন, বুধবার মধ্যরাতে সংঘর্ষের ঘটনাটি ঘটে । দুর্ঘটনার ফলে গাড়ি ও বাইকের মারাত্মক ক্ষতি হয় ৷ সংর্ঘষে বাইক থেকে যুবকরা দূরে ছিটিয়ে পড়ে ৷ এক যুবকের হাত কেটে ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখা যায় । তিন যুবকের দেহ উদ্ধার করে শ্রীবিজয়নগরের সরকারি হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ । বাকি তিন যুবকের দেহ শ্রীগঙ্গানগর হাসপাতালের মর্গে রাখা হয়েছে । বৃহস্পতিবার ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷ 

error: Content is protected !!