ভিনেশ ফোগাটের বিরুদ্ধে চিটিংয়ের অভিযোগ তুলে বিজেপির রোষে কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং

ভিনেশ ফোগাটের বিরুদ্ধে চিটিংয়ের অভিযোগ তুলে বিপাকে পড়লেন ব্রিজভূষণ শরণ সিং। সূত্রের খবর, তাঁকে BJP-র তরফ থেকে সতর্ক করা হয়েছে। সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতিকে ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া প্রসঙ্গে কোনও মন্তব্য করতে নিষেধ করেছে দল। সূত্রে মারফত আরও জানা যাচ্ছে, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়ার রাজনীতিতে যোগদানের বিষয় নিয়ে মুখ খুললে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করতে পারে BJP। তাঁকে এ কথা দলের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে বলেও খবর। ভিনেশ ফোগাট সম্পর্কে অভিযোগের সুরে তিনি বলেছিলেন, ‘চিটিং করে খেলতে চেয়েছিল। বেশ হয়েছে! ভগবান ওকে শাস্তি দিয়েছে।’ উল্লেখ্য, চলতি বছর প্যারিস অলিম্পিক্সে ৫০ কেজি ওজনের মহিলা কুস্তি প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে পৌঁছে গিয়েছিলেন বিনেশ ফোগত। কিন্তু, খেলা শুরু হওয়ার কয়েকঘণ্টা আগে দেখা যায় নির্দিষ্ট ওজনের তুলনায় ১০০ গ্রাম বেশি রয়েছে তাঁর। ফলে রাতারাতি বাতিল করা হয় বিনেশকে। এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয় গোটা দেশ। শেষ মুহূর্তে সোনা জয়ের স্বপ্নভঙ্গ হয়। যা নিয়ে কটাক্ষ করেন ব্রিজভূষণ শরণ সিং। তাঁর কথায়, ‘একদিনে দু’টি ওজনের ক্যাটিগরিতে ট্রায়াল দেওয়া যায়? ওজন মাপার পাঁচ ঘণ্টা পর ট্রায়াল হতে পারে? কুস্তির প্রতিযোগিতায় আপনি জেতেননি। চিটিং করে ওখানে গিয়েছিলেন।’ প্রসঙ্গত, এই ব্রিজভূষণের বিরুদ্ধে দেশের একাধিক মহিলা কুস্তিগির যৌন হেনস্থার অভিযোগ তুলে পথে নেমেছিলেন। প্রথম সারিতেই ছিলেন ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। সর্বভারতীয় কুস্তি সংস্থা থেকে তাঁর অপসারণ এবং শাস্তির দাবিতে আন্দোলনে সামিল হয়েছিলেন তাঁরা। সেই অভিযোগ এখন আদালতের বিচারাধীন। সেই আবহে বিতর্কিত ব্রিজভূষণকে লোকসভা নির্বাচনে প্রার্থী করেনি BJP।

error: Content is protected !!