CPIM-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। CPIM সূত্রে খবর, তিনি দিল্লির AIIMS হাসপাতালে রেসপিরেটরি সাপোর্টে রয়েছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৯ অগস্ট থেকে ইয়েচুরি ওই হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে তাঁকে ICU-তে রাখা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইয়েচুরিকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। দলের তরফে মঙ্গলবার একটি বিবৃতিতে জানানো হয়েছে, ৭২ বছরের বাম নেতার অবস্থা সঙ্কটজনক। এই মুহূর্তে সীতারাম ইয়েচুরিকে রাখা হয়েছে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের রেসপিরেটরি সাপোর্টে। একাধিক ডাক্তারের একটি টিম তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন। দলের পলিটব্যুরোর নেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন সকলেই। ফুসফুসে সমস্যা এবং জ্বর থাকায় কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৯ অগস্ট থেকে ICU-তে তাঁর চিকিৎসা চলছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা ঝুঁকি এড়াতে ভেন্টিলেশন সাপোর্টে দেন তাঁকে। সম্প্রতি ছানি অপারেশনও হয় সীতারাম ইয়েচুরির। সেই কারণে বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের পরও তিনি কলকাতায় আসতে পারেননি। হাসপাতাল থেকেই বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভার জন্য ভিডিয়ো বার্তা পাঠান তিনি। তারপর ফুসফুসে সংক্রমণের কারণে ফের তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
Related Posts
ভোটের ২৪ ঘণ্টা আগেই যোগীরাজ্যে আয়কর হানায় উদ্ধার ৬০ কোটি
ভোটের মরশুমে বিজেপির ডবল ইঞ্জিন রাজ্য থেকে কোটি কোটি টাকা উদ্ধার করলেন আয়কর আধিকারিকরা। উত্তরপ্রদেশের আগ্রায় শনিবার বিকেল থেকে তিন জুতো ব্যবসায়ীর বাড়ি এবং শোরুমে টানা তল্লাশি অভিযান শুরু হয়। সূত্রের খবর, এক ব্যবসায়ীর বাড়ি থেকেই একদিনে প্রায় ৬০ কোটি টাকা উদ্ধার হয়েছে। তল্লাশি অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, ব্যবসায়ীদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার বাজেয়াপ্ত করা […]
সিপিআই(এম) বিধায়ক এম মুকেশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অভিনেত্রীর
বিশিষ্ট মালয়ালম অভিনেতা তথা সিপিআই(এম) বিধায়ক এম মুকেশের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা নথিভুক্ত করা হয়েছে। একজন অভিনেত্রীকে কয়েক বছর আগে যৌন নির্যাতন করেছিলেন বলে অভিযোগ উঠেছে। বুধবার রাতে কোচি শহরের মারাদু থানায় আইপিসি ৩৭৬ (ধর্ষণ) এর অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে, একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেন, নতুন ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হওয়ার আগে […]
প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি গুজরাতে, মৃতের সংখ্যা বেড়ে ২৮
বৃষ্টি কিছুতেই থামছে না গুজরাতের উপকূলবর্তী জেলাগুলিতে। এরফলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে রাজ্যে। ইতিমধ্যেই বানভাসি দেবভূমি দ্বারকা, জামনগর, ভদোদরা, পোরবন্দর সহ বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকা। এরইমধ্যে কপালে ভাঁজ ফেলেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আরব সাগরে নিম্নচাপের ফলে গুজরাতে আরও বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছে। ফলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠতে পারে। গত তিনদিনে বন্যায় রাজ্যে এখনও […]