ভর্ৎসনার মুখে CBI, ডঃ সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতেই চাইল না সিবিআই, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রাক্তন অধ্যক্ষ সহ ৪ জনকে জেল হেফাজতের নির্দেশ

আজ মঙ্গলবার আলিপুর আদালতে পেশ করা হয় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষকে । সন্দীপের সঙ্গেই এদিন বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আফসর আলিকে আদালতে হাজির করা হয়। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ সহ চার জনকেই আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি। তবে আরজি করে আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষ সহ চার জনের কাউকেই এদিন নিজেদের হেফাজতে চায়নি সিবিআই। প্রয়োজনে পরে হেফাজতে চাওয়া হতে পারে বলেই আদালতে জানান সিবিআইয়ের আইনজীবী। এদিন সন্দীপদের নিজাম প্যালেস থেকে ভার্চুয়াল মাধ্যমে আলাদতে পেস করানোর আবেদন জানায় সিবিআই। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর আবেদন খারিজ করে দিয়ে আলিপুর আলাদতের বিচারক জানান, সশরীরে সন্দীপ সহ বাকিদের আদালতে পেশ করতে হবে। গত ৩ সেপ্টেম্বর সন্দীপকে আদালতে তোলার স্মৃতি স্মরণে রেখেই এদিন সন্দীপের ভার্চুয়াল হাজিরার আবেদন জানায় সিবিআই। তবে সেই আবেদন খারিজ করা হলে কড়া পুলিশি নিরাপত্তায় মধ্য চারজনকে এদিন আদালতে সশরীরে হাজির করা হয়। আদালত চত্বরে তুমুল বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও সিবিআইয়ের তরফে যেভাবে বিচারবিভাগীয় হেফাজতের আবেদন করা হয়েছে, তা নিয়ে কিছুটা উষ্মাপ্রকাশ করেছে আদালত। সিবিআইকে প্রশ্ন করা হয় যে ভবিষ্যতে কী নির্দেশ দেওয়া হবে, সেটা কি এখন থেকেই ঠিক করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? পরবর্তীতে সিবিআই যদি সন্দীপদের নিজেদের হেফাজতে নিতে চায়, তখন পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

error: Content is protected !!