আজ মঙ্গলবার আলিপুর আদালতে পেশ করা হয় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষকে । সন্দীপের সঙ্গেই এদিন বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আফসর আলিকে আদালতে হাজির করা হয়। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ সহ চার জনকেই আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি। তবে আরজি করে আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষ সহ চার জনের কাউকেই এদিন নিজেদের হেফাজতে চায়নি সিবিআই। প্রয়োজনে পরে হেফাজতে চাওয়া হতে পারে বলেই আদালতে জানান সিবিআইয়ের আইনজীবী। এদিন সন্দীপদের নিজাম প্যালেস থেকে ভার্চুয়াল মাধ্যমে আলাদতে পেস করানোর আবেদন জানায় সিবিআই। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর আবেদন খারিজ করে দিয়ে আলিপুর আলাদতের বিচারক জানান, সশরীরে সন্দীপ সহ বাকিদের আদালতে পেশ করতে হবে। গত ৩ সেপ্টেম্বর সন্দীপকে আদালতে তোলার স্মৃতি স্মরণে রেখেই এদিন সন্দীপের ভার্চুয়াল হাজিরার আবেদন জানায় সিবিআই। তবে সেই আবেদন খারিজ করা হলে কড়া পুলিশি নিরাপত্তায় মধ্য চারজনকে এদিন আদালতে সশরীরে হাজির করা হয়। আদালত চত্বরে তুমুল বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও সিবিআইয়ের তরফে যেভাবে বিচারবিভাগীয় হেফাজতের আবেদন করা হয়েছে, তা নিয়ে কিছুটা উষ্মাপ্রকাশ করেছে আদালত। সিবিআইকে প্রশ্ন করা হয় যে ভবিষ্যতে কী নির্দেশ দেওয়া হবে, সেটা কি এখন থেকেই ঠিক করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? পরবর্তীতে সিবিআই যদি সন্দীপদের নিজেদের হেফাজতে নিতে চায়, তখন পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
Related Posts
মস্কো সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ থামাতে ও শান্তি ফেরাতে যথাসাধ্য চেষ্টা করবে ভারত। ইতালিতে জি-৭ সম্মেলনে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে এই কথা বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেই মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রথমে রাশিয়া ও পরে ইউক্রেন সফর করেন মোদি। দুই দেশে গিয়েই যুদ্ধ থামানোর ও শান্তি ফেরানোর কথা বলেছিলেন তিনি। তারপরেই দিন কয়েক আগে ইউক্রেনের সঙ্গে […]
‘শরীরের প্রতিটি কণা দেশের সেবায় উৎসর্গ করব’, ধ্যান ভেঙে লিখলেন প্রধানমন্ত্রী মোদি
“আমার জীবনের প্রতিটি মুহূর্ত এবং আমার শরীরের প্রতিটি কণা দেশের সেবায় উৎসর্গ করব ৷” রক মেমোরিয়ালে ধ্যান ভঙ্গ করে লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সেই লেখা পৃষ্ঠা সোশালে পোস্ট করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ শনিবার বিকেল ৩টে নাগাদ তিনি তাঁর ধ্যান ভঙ্গ করে কন্যাকুমারীর বিবেকানন্দ রক থেকে নেমে আসেন ৷ বৃহস্পতিবার, ৩০ মে […]
১৮৮টি বিদ্যালয় বন্ধ করে দিচ্ছে ত্রিপুরার বিজেপি সরকার
১৮৮টি বিদ্যালয় বন্ধ করে দিচ্ছে ত্রিপুরার বিজেপি সরকার। বেশির ভাগই জনজাতি অধ্যুষিত অঞ্চলের। সরকারের তরফে জানানো হয়েছে, এই সব বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কম। তাই আশেপাশের এলাকার অন্যান্য বিদ্যালয়ের সঙ্গে এই বিদ্যালয় গুলিকে মিশিয়ে দেওয়া হবে। এর আগে আরও কিছু বিদ্যালয়কে ‘একত্রীকরণ’ করা হয়েছে। ১২৫টি নামী বিদ্যালয় তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিদ্যাজ্যোতি প্রকল্পের হাতে। তাতে পরীক্ষার […]