বিধানসভা নির্বাচনের আগে হরিয়ানায় বড় ধাক্কা খেল বিজেপি। গেরুয়া শিবিরে টিকিট নিয়ে কোন্দলের মাঝে প্রার্থী হয়েও সরে দাঁড়ালেন বিজেপি নেতা। কুরুক্ষেত্র জেলার পেহওয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কানওয়ালজিত সিং টিকিট ফিরিয়ে জানিয়ে দিলেন, তিনি ভোট লড়তে চান না। স্থানীয় নেতৃত্বের অসহযোগিতার কারণেই তিনি ভোটের ময়দান থেকে সরে দাঁড়ালেন বলে জানা গিয়েছে। গতবার এই আসনে জিতেছিলেন বিজেপি-র হকি তারকা সন্দীপ সিং। মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি-র এলাকার এই পেহওয়া আসনে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে বেশ জলঘোলা হয়। শেষ পর্যন্ত কানওয়ালজিত সিং-কে প্রার্থী করায় স্থানীয় বিজেপির বেশ কয়েকজন নেতা বিদ্রোহ করেন। তবে শুধু পেহওয়া আরও বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা পর হরিয়ানা বিজেপিতে অশান্তি শুরু হয়। চৌতালা আসনে বিধায়ক রণজিত সিং চৌতালেকে বিজেপি এবার টিকিট না দেওয়ায় তিনি দল ছেড়ে নির্দল হয়ে লড়ছেন। কুরুক্ষেত্রে বিজেপি সাংসদ শিল্পপতি নবীন জিন্দালের মা সাবিত্রী জিন্দাল এবার ভোটে লড়তে মরিয়া ছিলেন। কিন্তু কুরুক্ষেত্র বিধানসভায় সাবিত্রী জিন্দালকে টিকিট না দিয়ে বিধায়ক কমল গুপ্তকেই প্রার্থী করে বিজেপি। সেই ক্ষোভে বিজেপির প্রভাবশালী সাংসদের মা নির্দল হয়ে ভোটে দাঁড়াচ্ছেন। প্রসঙ্গত, লোকসভা ভোটের মুখে কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়ে কুরুক্ষেত্রে পদ্ম প্রতীক পেয়ে লড়েন নবীন জিন্দাল। প্রসঙ্গত, আগামী ৫ অক্টোবর হরিয়ানায় এক দফায় রাজ্যের ৯০টি বিধানসভা আসনে প্রার্থী দিতে চলেছে। গত দশ বছর ধরে হরিয়ানায় বিজেপির সরকার আছে।
Related Posts
পশ্চিমবঙ্গের আদালত সম্পর্কে CBI-এর মন্তব্য দুর্ভাগ্যজনক, সিবিআইকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
বাংলার আদালত সম্পর্কে সিবিআই-এর মন্তব্য দুর্ভাগ্যজনক। সুপ্রিম ভর্ৎসনার মুখে আবেদন সংশোধনের প্রস্তাব সিবিআই-এর। আবেদন প্রত্যাহারের নির্দেশ আদালতের। ভোট পরবর্তী হিংসার মামলাগুলি পশ্চিমবঙ্গ থেকে অন্যত্র সরানোর আবেদন করতে গিয়ে রাজ্যের আদালত সম্পর্কে সিবিআই-এর মন্তব্য সমালোচিত। বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতির অগাস্টিন জর্জ মাসির তীব্র সমালোচনার মুখে সেই আবেদন প্রত্যাহার অতিরিক্ত সলিসিটর জেনারেল এসপি রাজুর। মামলা […]
অরুণাচল প্রদেশে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পেমা খান্ডু
পেমা খান্ডু এই নিয়ে টানা তৃতীয়বারের মতো অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। তার ডেপুটি সিএম হিসেবে শপথ নেন চৌনা মেন। এদিন তিনি ছাড়াও বিউরাম ওয়াঘা, নিয়াতো দুকাম, গ্যানরিল ডেনওয়াং ওয়াংসু, ওয়াঙ্কি লোয়াং, পাসাং দরজি সোনা, মামা এনতুং, দাসাংলু পুল, বালো রাজা, কেনতো জিনি এবং ওজিং তাসিং মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ইটানগরের দরজি খান্ডু কনভেনশন […]
কেন্দ্রের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবিতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংসদে ওয়াকআউট করলেন তৃণমূল সাংসদরা
কেন্দ্রের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবিতে এবার সংসদে ওয়াকআউট করলেন তৃণমূল সাংসদরা। নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সংসদে বাংলায় আবাস যোজনা ও একশোর দিনের কাজে বরাদ্দ নিয়ে শ্বেতপ্রকাশ দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল সাংসদরা। শেষপর্যন্ত অধিবেশন থেকে ওয়াকআউট করেন তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যসভায় যেদিন বাজেট পরিবেশন করা হয়, তখন বলছিলেন, ১০ বছর ধরে বাংলার আমরা হাজার হাজার কোটি […]