উত্তরপ্রদেশে কোচিং থেকে ফেরার পথে একাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ 

যোগীরাজ্যে ফের নৃশংস ঘটনা। কোচিং থেকে ফেরার পথে একাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ । তার এক পরিচিত যুবক এই কান্ড করেছে বলে পুলিশ সূত্রে খবর।  পুলিশ জানিয়েছে কোচিং থেকে ফেরার পথে ওই মেয়েটি তার পরিচিত একজনের সঙ্গে দেখা করে। এরপর সে তাকে ভুলিয়ে তাকে নিজের বন্ধুর বাড়িতে নিয়ে যায়। অভিযোগ এরপর ওই মেয়েটিকে ধর্ষণ করে ওই যুবক। এরপর থানায় অভিযোগ করা হলে অভিযুক্ত গ্রেপ্তার হয়। মেয়েটির বাবা অভিযোগ করেছে, তার মেয়ে কোচিং থেকে বাড়ি ফিরছিল। এরপর অভিযুক্ত তাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। যে বাড়িতে নিয়ে গিয়েছিল সেখানে বাইরে থেকে তালা দেওয়া ছিল। ফলে বাইরের লোক কিছু বুঝতে পারেনি। পরে পুলিশ গিয়ে ওই বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তার সঙ্গে আরও একজন বন্ধু ছিল। সে পালিয়ে গিয়েছে। পুলিশ তার খোঁজ করছে।

error: Content is protected !!