স্বেচ্ছায় পদত্যাগ করলেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার ঠিক বিকেল ৪টে নাগাদ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার কাছে ইস্তফাপত্র জমা দেন তিনি। দিল্লির নয়া মুখ্যমন্ত্রী হবেন আতিশি। সদ্যই শর্তসাপেক্ষ জামিনে তিহার জেল থেকে মুক্তি পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। জেল থেকে বেরিয়েই চমক দেন তিনি। দিল্লিবাসীর উদ্দেশে কেজরিওয়ালের ঘোষণা, ‘আমি দু’দিন পর দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেব। মানুষের সমর্থন ফেলে তবেই ফিরব। প্রয়োজনে সমর্থন কুড়োতে মানুষের বাড়ি বাড়ি যাব। মানুষের রায় না পাওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না।’ এ কথা ঘোষণার পর থেকেই জাতীয় রাজনীতিতে হইচই পড়ে যায়। অরবিন্দ কেজরিওয়াল ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গেই দিল্লিতে নির্বাচন হবে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে। কেজরিওয়ালের আর্জি নভেম্বরেই মহারাষ্ট্রের সঙ্গে সঙ্গে দিল্লিতেও করানো হোক বিধানসভা নির্বাচন। এ দিকে, মঙ্গলবারই তাঁর কিচেন ক্যাবিনেটের অন্যতম ভরসার নেত্রী আতিশিকে নিজের কুর্সিতে বসানোর কথা ঘোষণা করেন কেজরিওয়াল। আতিশি দায়িত্ব পেয়েই দিল্লিবাসীর কাছে আর্জি জানান, বিপুল সমর্থন দিয়ে আপনাদের ছেলেকে আবার মুখ্যমন্ত্রী পদে নিয়ে আসুন।
Related Posts
নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ডে সিবিআইয়ের জালে ২
নিট-ইউজির প্রশ্নফাঁস কাণ্ডে প্রথম গ্রেফতার করল সিবিআই। তদন্ত শুরু করার পর গত রবিবারই ৬টি এফআইআর দায়ের করেছিল সিবিআই। বৃহস্পতিবার তারা দু’জনকে গ্রেফতার করল। এটাই কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্ত শুরু হওয়ার পর প্রথম গ্রেফতারি। পটনা থেকে আশুতোষ কুমার এবং মণীশ কুমার নামে দু’জনকে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, মণীশ কুমার নিজের গাড়িতে করে পরীক্ষার্থীদের নিয়ে যেতেন। […]
দুর্বল সরকারের সুযোগ নিয়েছিল শত্রুরা: প্রধানমন্ত্রী
উত্তরাখণ্ডের ঋষিকেশে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরাখণ্ডের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র হুদকা বাজালেন। একইসঙ্গে সমাবেশে তিনি কংগ্রেস ও ভারত জোটকে নিশানা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে আজ দেশে এমন একটি সরকার রয়েছে যা গত ১০ বছরে ভারতকে আগের চেয়ে বহুগুণ শক্তিশালী করেছে। তিনি আরও বলেন, কংগ্রেস নেতাদের কাছে […]
অযোধ্যার রাম মন্দিরের মহিলা কর্মীকে লাগাতার গণধর্ষণ, গ্রেফতার ৮
এবার অযোধ্যাতেও লাগল গণধর্ষণের দাগ। মন্দিরের পরিচারিকার কাজ করা এক কলেজ পড়ুয়া স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে এই অভিযোগ আনলেন। অযোধ্যার কড়া নিরাপত্তা বলয় এলাকার মধ্যেই গেস্টহাউসে ধর্ষিতা হওয়ার অভিযোগ জানালেন ওই কলেজ পড়ুয়া। ঘটনার খবর জেনেও চলে টালবাহানা। অভিযোগ নিতে এক সপ্তাহ সময় নিয়েছে অযোধ্যা পুলিশ। পরে অভিযোগের ভিত্তিতে আট জনকে গ্রেফতার করা হয়। কলেজ ছাত্রীর […]