আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় স্বাস্থ্য অধিকর্তাদের পদত্যাগের দাবিতে স্বাস্থ্যভবন অভিযান করেছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তখন তাঁদের নিশানায় ছিল রাজ্য সরকার। আর ১১ দিন পর, আজ যখন নিজেদের দাবিপূরণের পর কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন তাঁদের আক্রমণের তির ঘুরে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকে। শুক্রবার স্বাস্থ্যভবনের সামনে থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র ডাক্তারদের মিছিলে শোনা গেল অন্য স্লোগান – ‘আর কত দিন সময় চাই? জবাব দাও সিবিআই’। গত ৯ সেপ্টেম্বর, আর জি কর কাণ্ডের শুনানিতে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি। পালটা রাজ্যকেই ডেডলাইন বেঁধে দেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে তাঁদের পাঁচ দাবি মানতে হবে। যার মধ্যে অন্যতম স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা – এই তিনজনের পদত্যাগ। এনিয়ে স্বাস্থ্যভবন অভিযানেরও ডাক দেন। সেই মতো ১০ তারিখ করুণাময়ী থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত সামনে অবস্থান চালিয়ে যান তাঁরা। সেই চত্বর তখন মুখরিত ছিল সরকার বিরোধী সমস্ত স্লোগানে। আর ১১ দিন পর সমস্ত দাবিদাওয়া মিটে যাওয়ার ফলে সেই অবস্থান বিক্ষোভে ইতি পড়ল। শুক্রবার সমস্ত গুটিয়ে স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করলেন জুনিয়র চিকিৎসকরা। আর সেখানেই ধরা পড়ল মুড বদলের চিত্র। এবার সিবিআইয়ের কাছে জবাব চেয়ে স্লোগান তুললেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের সুরে সুর মেলালেন সিনিয়ররাও। শোনা গেল ‘আর কত দিন সময় চাই? জবাব দাও সিবিআই’। আরও শোনা গেল – ‘সন্দীপ ঘোষ কার ভাই? সিবিআই সিবিআই।’ এর আগে নিজেদের দাবি আদায়ে পাঁচবার সরকারপক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন জুনিয়র ডাক্তাররা। সেখানে মুখ্যমন্ত্রী তাঁদের বুঝিয়েছেন, আর জি করের মূল মামলার তদন্তভার এখন সিবিআইয়ের উপর। তাই কেন্দ্রীয় তদন্তকারীদের উপর চাপ বাড়ালে তবেই দ্রুত বিচার সম্ভব। এখন সরকার তাঁদের সমস্ত দাবি মেটানোর পর আন্দোলনকারীদের নিশানায় এখন সিবিআই। আর কর্মবিরতি প্রত্যাহারের আগে তাদের দিকেই চাপ দিয়ে গেলেন জুনিয়র চিকিৎসকরা।
Related Posts
বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে সরল একাধিক মামলা
বিচার্য বিষয় বদল হল কলকাতা হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির। যার ফলে ঢোলাহাট থানায় যুবককে পিটিয়ে মারার অভিযোগে দায়ের মামলার শুনানি সরল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে। শুক্রবারই এই মামলায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। সোমবার থেকে সেই মামলার শুনানি হবে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের একক বেঞ্চে। কলকাতা হাইকোর্টের তরফে জারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশি অত্যাচার […]
প্রাক বর্ষার বৃষ্টি শুরু বঙ্গে! শনিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি আরও বাড়বে
শুক্রবার মধ্য রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে ঘন ঘন বজ্রপাত। এদিন দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবারও কলকাতায় হতে পারে বৃষ্টিপাত। বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকার কারণে বেলা যত বাড়বে অস্বস্তি বাড়তে পারে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে টানা ঝড়-বৃষ্টিপাতের পূর্বাভাস আগে থেকেই ছিল। আবহবিদরা জানাচ্ছেন, রিমেলের প্রভাবে থেকে যাওয়া জলীয় বাষ্প এবং উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ […]
ভোট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভোট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকাল ৪টে ৩০ নাগাদ ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট দেওয়ার আগেই সাধারণ মানুষেরা ভিড় করতে শুরু করেন। তাঁদেরকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা দক্ষিণের ভোটার। সঙ্গে ছিলেন তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে V অর্থাৎ জয়ের চিহ্ন দেখালেন। আজ শনিবার সপ্তম তথা শেষ দফার নির্বাচন। […]