তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু নিয়ে বিতর্ক তুঙ্গে। লাড্ডুতে গোরু এবং শুয়োরের চর্বি মেশানোর গুরুতর অভিযোগ তোলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু। তাঁর বক্তব্যে সিলমোহর পড়ে কেন্দ্রের ল্যাব রিপোর্টে। মামলা গড়িয়েছে দেশের শীর্ষ আদালত পর্যন্ত। ধর্মীয় অধিকার রক্ষার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। ওই মামলা করেছেন এক আইনজীবী। মামলাকারীর অভিযোগ, হিন্দু ধর্মাবলম্বীদের রীতি লঙ্ঘন করা হয়েছে। প্রসাদী লাড্ডুকে পবিত্র এবং ঈশ্বরের আশীর্বাদ মনে করেন তিরুপতির বেঙ্কটেশ্বরে ভক্তরা। সেক্ষেত্রে লাড্ডুতে গরু এবং শুয়োরের চর্বি থাকার প্রমাণে ভক্তদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর কাছে সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডাও। এ দিকে, চন্দ্রবাবুর অভিযোগের আঙুল প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির সরকারের দিকেই। অভিযোগ, মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মিশিয়ে সনাতন ধর্মের অপমান করেছেন জগন্মোহন। পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জগন্মোহন রেড্ডি। বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। হাইকোর্ট তাঁর আইনজীবীকে ২৫ সেপ্টেম্বর একটি জনস্বার্থ মামলা দায়ের করার পরামর্শ দিয়েছে।
Related Posts
ভোট দিলেন সোনিয়া গান্ধী এবং পুত্র রাহুল গান্ধী
ভোট দিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এবং পুত্র রাহুল গান্ধী। ভোট দেওয়ার পরে, ভোটকেন্দ্রে নিজস্বী তুলতেও দেখা গেল মা-ছেলেকে। অন্যদিকে পুত্র-কন্যাকে নিয়ে ভোট দিল প্রিয়াঙ্কা গান্ধী। ভোট দিয়ে তিনি বলেন, আমরা আমাদের ক্ষোভ একপাশে রেখে সংবিধান এবং গণতন্ত্রের পক্ষে ভোট দিচ্ছি। আমি এই নিয়ে গর্বিত। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট শুরু হয়েছে ছয়টি রাজ্য ও দুটি […]
জীবনবিমা-ওষুধের উপর GST প্রত্যাহারের দাবি, বক্তব্যের মাঝে মাইক বন্ধের অভিযোগে সংসদে ওয়াকআউট তৃণমূলের
জীবন বিমা এবং ওষুধের উপর GST বসানোর প্রতিবাদ জানিয়ে সংসদে সরব তৃণমূল কংগ্রেস। শুক্রবার তৃণমূলের সাংসদরা এই মর্মে সুর চড়ান। বক্তব্যের মাঝে মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তোলেন সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরপরই লোকসভা থেকে ওয়াকআউট করেন করেন তৃণমূল সাংসদরা। সংসদ চত্বরের বাইরে এ দিন স্লোগান দিতে শোনা যায় সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, […]
উত্তরপ্রদেশের হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৮০ পড়ুয়ারা
উত্তরপ্রদেশের দেওরিয়ার মেহরুনা গ্রামের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আশ্রম মেথড ইন্টার কলেজে খাবার খাওয়ার পর পেটে ব্যথা, বমি এবং ডায়রিয়ার উপসর্গ নিয়ে প্রায় ৮০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সূত্রের খবর, শিক্ষার্থীরা রাতের খাবার খাওয়ার পর এই ঘটনা ঘটে। রাতের খাওয়া শেষ হওয়ার কিছু পরে শিক্ষার্থীরা বমি করতে শুরু করে। ডায়রিয়া, পেটে ব্যথা, মাথা ঘোরা এবং […]