নতুন করে নিম্নচাপের আশঙ্কা তৈরি হল বঙ্গোপসাগরে। উত্তর আন্দামান সাগরে আজ শনিবার তৈরি হবে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে সোমবার নাগাদ। উত্তর, পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। নিম্নচাপের জেরেই রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আজ বিক্ষিপ্তভাবে দু’ এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। রবিবার ২২ সেপ্টেম্বর বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। শনিবার মূলত পরিষ্কার আকাশ। রবিবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা ক্রমশ বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। উত্তরবঙ্গে (North Bengal) আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
Related Posts
আর জি কর দুর্নীতি মামলার দায়িত্বেও সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের যাবতীয় আর্থিক দুর্নীতির পাশাপাশি যা যা অভিযোগ রয়েছে তার তদন্ত করবে সিবিআই। আজ, শুক্রবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই সংক্রান্ত সমস্ত নথি আগামীকাল, শনিবার সকাল ১০টার মধ্যেই সিবিআইকে হস্তান্তর করতে হবে। এমনই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। এদিন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দেন, আগামী ৩ সপ্তাহের মধ্যে তদন্ত […]
ভোটপর্ব মিটতেই রাজ্যের ডিজি পদে ফেরানো হল আইপিএস রাজীব কুমারকে
ভোটপর্ব মিটতেই রাজ্যের ডিজি পদে ফেরানো হল আইপিএস রাজীব কুমারকে। লোকসভা ভোট ঘোষণার পরেই রাজীবকে ডিজি পদ থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। ডিজি করা হয়েছিল আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে। জল্পনা ছিল, লোকসভা ভোট ও উপনির্বাচন মিটলেই তাঁকে ডিজি পদে ফেরানো হতে পারে। সেই জল্পনাই সত্যি হল। সঞ্জয়কেও ফিরিয়ে নিয়ে যাওয়া হল ডিজি (দমকল) পদে। লোকসভা ভোটের […]
সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে সিজিওতে হাজিরা দিলেন বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে
সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে শনিবার সিজিওতে হাজিরা দিলেন বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে । আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ট বলে পরিচিত বিরূপাক্ষ । তাঁকে আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা সংক্রান্ত বিষয় জিজ্ঞাসাবাদ করতেই সিজিওতে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজি করের ঘটনার দিন কেন তিনি ঘটনাস্থলে ছিলেন সেই নিয়ে জানতে […]