দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশি মারলেনা। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলবন্দি থাকার পর মুক্তি পেয়েই পদত্যাগ করেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কুর্সিতে এ বার আতিশি। দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রীর তকমা পেলেন তিনি। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল দেশ। দিল্লির দায়িত্ব কাঁধে নেওয়ার আগে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে শনিবার সকালেই সাক্ষাৎ করেন তিনি। উপস্থিত ছিলেন আপের শীর্ষ নেতা এবং রাজ্যের মন্ত্রীরাও। এ দিন শপথবাক্য পাঠ করার পর অরবিন্দ কেজরিওয়াল, যাকে তিনি নিজের গুরু বলে উল্লেখ করেন, তাঁর পায়ে ছুঁয়ে প্রণাম করেন।
Related Posts
এটা এক্সিট পোল নয়, মোদির মিডিয়া পোল: রাহুল
টিভি চ্যানেলে দেখানো সংখ্যা নয়, মানুষের সমর্থনের আশাতেই এখনও আত্মবিশ্বাসী মহাজোট ‘ইন্ডিয়া’। তাদের বিশ্বাস, বিরোধী দলের কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্যই এই এক্সিট পোল ‘সাজিয়েছে’ বিজেপি। আর এই বিশ্বাস কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল-প্রত্যেকের। রীতিমতো ব্যঙ্গের সুরে সেই প্রত্যয়েই সিলমোহর দিয়েছেন রাহুল গান্ধী। রবিবার এই ইস্যুতে তাঁর বক্তব্য, ‘এটা এক্সিট পোল নয়। মোদি মিডিয়া পোল। কল্পিত […]
একটানা বৃষ্টির জেরে জলমগ্ন জম্মু -কাশ্মীর, মৃত ৩ নাবালিকা সহ ৪
গত চার দিনে জম্মু ও কাশ্মীরে অবিরাম বর্ষণে সৃষ্ট বন্যায় তিন নাবালক সহ চারজনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা বলেছেন, 350 টিরও বেশি পরিবারকে স্থানান্তরিত করা হয়েছে, অনেক গবাদি পশু মারা গেছে এবং কয়েক ডজন ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ উপত্যকায় স্কুল বন্ধ করে দিয়েছে এবং কাশ্মীর বিশ্ববিদ্যালয় মঙ্গলবারের জন্য নির্ধারিত সমস্ত পরীক্ষা স্থগিত করেছে। ভূমিধস এবং আকস্মিক […]
পশ্চিমবঙ্গ, হরিয়ানা, উত্তরাখণ্ডে CAA-এর অধীনে নাগরিকত্ব দেওয়া শুরু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
এবার পশ্চিমবঙ্গের আবেদনকারীদের ভারতীয় নাগরিকত্ব দিতে শুরু করল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) আওতায় পশ্চিমবঙ্গ, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের আবেদনকারীদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হচ্ছে। সংশ্লিষ্ট রাজ্যগুলির কমিটির মাধ্যমে সেই কাজটা করা হচ্ছে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে। অর্থাৎ দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের আবেদনকারীদের নাগরিকত্ব প্রদান করা […]