যশরাজের স্পাই ইউনিভার্সে শাহরুখের প্রথম ছবির কাহিনি লিখেছিলেন আব্বাস। দ্বিতীয় ছবির গল্পও তিনি লিখেছেন। গল্প লেখার পরে এবার শুরু হয়েছে ছবির সংলাপ লেখার কাজ। এক বিনোদন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। তবে ছবিতে খলনায়কের চরিত্রে কে কিংবা পরিচালনা করে করবেন তা অবশ্য খোলসা করেননি আব্বাস। যদিও এটা নিশ্চিত যে, সিদ্ধার্থ আনন্দ এই ছবিটির পরিচালক থাকবেন না। কেননা তাঁর হাতে রয়েছে শাহরুখ-সলমনের ‘টাইগার ভার্সেস পাঠান’। ফলে অন্য কারও হাতেই থাকতে পারে ‘পাঠান ২’ পরিচালনার দায়ভার। সেই সঙ্গেই ছবিটি কবে মুক্তি পাবে, সে ব্যাপারেও কিছু বলেননি আব্বাস টায়ারওয়ালা। এবছরের শুরুতেই জানিয়ে দেওয়া হয়েছিল ‘পাঠান ২’ ছবিটি তৈরি হওয়ার ব্যাপারে। এদিকে শাহরুখের ‘কিং’ ছবিটি নিয়েও আপডেট দিয়েছেন আব্বাস। জানিয়েছেন, ছবির সংলাপ লেখার কাজ তিনি শুরু করেছেন। সুজয় ঘোষের সঙ্গে এটাই প্রথম ছবি এসআরকের। স্বাভাবিক ভাবেই ছবিটি নিয়ে কৌতূহল তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই ছবিটি সুহানা খানের প্রথম ছবিও হতে চলেছে। বাবা ও মেয়েকে একসঙ্গে দেখতেও মুখিয়ে রয়েছেন মহাতারকার অনুগামীরা।এই মুহূর্তে শুটিং চলছে ‘ওয়ার ২’ ছবিটির। আগামী বছরই তা মুক্তি পাওয়ার কথা। এই ছবিতেও অতিথি শিল্পীর ভূমিকায় থাকতে পারেন শাহরুখ খান। যেহেতু স্পাই ইউনিভার্স, তাই ‘পাঠান’ সম্ভবত স্ক্রিন শেয়ার করবেন ‘কবীর’ হৃতিক রোশনের সঙ্গে। আবার এই ইউনিভার্সের প্রথম মহিলাপ্রধান স্পাই ছবি ‘আলফা’তেও একঝলক দেখা যেতে পারে শাহরুখকে।
Related Posts
মুক্তির আগেই আল্লু অর্জুনের পুষ্পা ২-এর ক্লাইম্যাক্স দৃশ্য ফাঁস
আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা অভিনীত ছবি ‘পুষ্পা ২’-এর জন্য অপেক্ষা করছেন। ২০২৪ সালের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলির মধ্যে এটি একটি বলা চলে। যে ছবির জন্য ভক্তেরা ভীষণভাবে মরিয়া। আগে এই ছবিটি ১৫ অগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু, এবার সুকুমার পরিচালিত এই ছবিটি ৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই ছবিটি দেখার জন্য ভক্তেরা বেশ উচ্ছ্বসিত […]
মুক্তি পেল ‘শ্রীকান্ত’-এর ট্রেলার
তুষার হিরানন্দানি পরিচালিত শিল্পপতি শ্রীকান্ত বোলা-এর বায়োপিকের ট্রেলার মুক্তি পেল। বরাবরই ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন অভিনেতা রাজকুমার রাও। এই ছবিতে শিল্পপতি শ্রীকান্ত বোলার চরিত্রে দেখা যাবে রাজকুমারকে। যখন আপনার মনে আবেগ এবং আপনার চোখে স্বপ্ন থাকে, তখন আপনার যত ত্রুটিই থাকুক না কেন, কেউ আপনাকে সফল হতে বাধা দিতে পারবে না। শ্রীকান্ত […]
ইডিকে ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত
রেশন দুর্নীতি মামলায় জবাবদিহি করতে গত মাসে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত । প্রায় পাঁচ ঘণ্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রীকে। তদন্তে তিনি সহযোগিতা করেছেন। ইডি দপ্তর থেকে বেরিয়ে একথাই বলেছিলেন ঋতুপর্ণা। এবারে ইডি সূত্রে খবর, ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান টলিপাড়ার নায়িকা।ব্যাঙ্কের লেনদেনের তথ্যর উপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য ঋতুপর্ণা সেনগুপ্তকে […]