আরজিকর কাণ্ডে ময়নাতদন্তে তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল প্রথম থেকেই। এবার সেই প্রক্রিয়া নিয়ে বিস্ফোরক দাবি করলেন আরজিকর হাসপাতালের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক-চিকিৎসক অপূর্ব বিশ্বাস। রবিবার সিবিআই দপ্তর থেকে বেরিয়ে তিনি জানালেন, তড়িঘড়ি ময়নাতদন্ত করতে চাপ দিয়েছিলেন প্রাক্তন কাউন্সিলর। ‘রক্তগঙ্গা’ বওয়ানোর হুমকি দিয়েছিলেন তিনি। তবে কোন ওয়ার্ডের কাউন্সিলর সেই ব্যক্তি, তা জানাতে পারেননি ফরেনসিক মেডিসিনের অধ্যাপক। কলকাতার সরকারি হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনে তদন্তে সক্রিয় সিবিআই। রবিবারও হাসপাতালের প্রশাসনিক ভবনে তল্লাশি চালিয়েছে তাঁরা। বিরূপাক্ষ বিশ্বাস-সহ হাসপাতালের তিন চিকিৎসককে তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে। তাঁদের মধ্যে ছিলেন ফরেনসিক মেডিসিনের অধ্যাপক-চিকিৎসক। হাজিরার পর সন্ধেয় সিবিআই দপ্তর থেকে বেরিয়ে আসার সময় বিস্ফোরক দাবি করলেন তিনি। অপূর্ব বিশ্বাসের কথায়, “নিজেকে নির্যাতিতার কাকা পরিচয় দেওয়া এক্স কাউন্সিলর একজন ছিলেন। তিনিই বলেছিলেন, ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে।” তবে ওই ‘কাকা’ নির্যাতিতার রক্তের সম্পর্কের কেউ নয় তা স্পষ্ট করে দিয়েছেন চিকিৎসক। তাঁর এই দাবির পরই উঠছে একাধিক প্রশ্ন। উল্লেখ্য, ‘অভয়া’র ময়নাতদন্ত নিয়ে লাগাতার প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে। তাড়াহুড়ো করে ময়নাতদন্ত হয়েছে বলেও বার বার দাবি করা হয়েছে। অভিযোগ উঠেছে, রাজনীতির চাপ নিয়েও। এর মাঝেই এদিন ফরেনসিক অধ্যাপকের এই দাবি পর প্রশ্নের সংখ্যা আরও বাড়ল। কে এই ‘কাকা’? তাঁর পরিচয় ঘিরে বাড়ছে ধোঁয়াশা। কেন তিনি দ্রুত ময়নাতদন্তের চাপ দিয়েছিলেন?
Related Posts
বিবাদী বাগে ব্যাঙ্কশাল কোর্টের পিছনে বহুতলে ভয়াবহ আগুন
বিবাদী বাগে ব্যাঙ্কশাল কোর্টের পিছনে ৫ নম্বর গার্স্টিন প্লেসে ভয়াবহ আগুন। পুরনো সেই বহুতলের ওপরের তলা নাকি ইতিমধ্যেই আগুনে পুরোপুরি পুড়ে গিয়েছে। কাকভোরের এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে দমকল নাকি দেরিতে পৌঁছায় ঘটনাস্থলে। দমকলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এরই মাঝে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত […]
‘মেয়েরা রাজভবন যেতে ভয় পাচ্ছে,’ সায়ন্তিকাদের শপথ জটিলতা নিয়ে রাজ্যপালকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের
বিধানসভা উপ নির্বাচনে জয়ী দুই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেনের শপথগ্রহণ ঘিরে জটিলতা চলছেই। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যপাল কেন ওঁদের শপথ নিতে দিচ্ছেন না? কেন রাজভবনে যেতে হবে? কেন বিধানসভায় শপথ নিতে পারবেন না? রাজভবনে যা চলছে, মেয়েরা ওখানে যেতে ভয় পাচ্ছে!’’ নব নির্বাচিত দুই বিধায়কের শপথগ্রহণ নিয়ে জটিলতা অব্যাহত। […]
ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে রবিবারই রাজ্যে বিজেপির প্রতিনিধিদল
ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখতে রবিবারই রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল ৷ রাজ্য়ে পরবর্তী হিংসার অনুসন্ধান করতে বিপ্লব দেবের নেতৃত্বে চার সাংসদ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল গঠন করেন সভাপতি জেপি নাড্ডা ৷ শনিবার সল্টলেকে বিজেপির কোর কমিটির বৈঠক সেরে বেরিয়ে সেই প্রতিনিধিদলের রাজ্যে আসার কথা জানালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ৷ লোকসভা নির্বাচন শেষ হওয়ার […]