যিশুর অধিনায়কত্বে প্রথমবার সিসিএল ফাইনালে জয়ী বেঙ্গল টাইগার্স

ইতিহাস গড়ল বাংলার তারকারা। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে জয় ছিনিয়ে নিল বেঙ্গল টাইগার্স। কর্ণাটকা বুলডজারকে হাড়িয়ে সেলেব্রিটি ক্রিকেট লিগ-এর বিজয়ীর কাপ নিয়ে ঘরে ফিরল অধিনায়ক যিশুর দল। বাংলার হয়ে এবারে খেলেছেন যিশু সেনগুপ্ত, সৌরভ দাস, রাহুল বন্দ্যোপাধ্যায়, জয় মুখোপাধ্যায়, জয়ী দেবরায়, বনি সেনগুপ্ত, উদয় প্রতাপ সিং-রা। ২০১০ সালে শুরু হয়েছিল সিসিএল। কিচ্চা সুদীপের দল কাগজে-কলমে অনেকটাই এগিয়ে ছিল যিশুর দলের থেকে। এই সিজনেও দু-বার বেঙ্গল টাইগার্স হারের মুখ দেখেছে কর্নাটকের কাছে। তবে ফাইনালে বাংলার বাঘেদের কাছে কুপোকাত হতে হল কর্ণাটকাকে। ফাইনাল ম্যাচ জিতে মাঠে হাউ হাউ করে কাঁদলেন যিশু। দুই মেয়ে সারা ও জারাকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন বেঙ্গল টাইগার্সের অধিনায়ক। পাশে দেখা মিলল স্ত্রী নীলাঞ্জনারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!