ভূপতিনগরে এনআইএ-র উপরে হামলা নিয়ে প্রতিক্রিয়া জানালেন মমতা বন্দ্যোয়াধ্যায়। বিজেপিকে আক্রমণ করে মমতা বললেন, ক্ষমতা থাকলে গণতন্ত্রের লড়াই করে জেতো। তৃণমূলের নেতা কর্মীদের গ্রেফতার করবে না। দিল্লিতে অরবিন্দ কেজরীওয়ালকে গ্রেফতার করবে না। বিরোধী দলের নেতাদের গ্রেফতার করবে না। তিনি অভিযোগ করলেন, বিজেপিকে ভোটে জেতাতেই এনআইএ-র এই তৎপরতা। মমতা বলেন, ‘‘গ্রামবাংলায় মাঝরাতে অপরিচিত কাউকে দেখলে গ্রামবাসীরা যা করে থাকেন, তা-ই হয়েছে।’’ এর পরেই মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘‘মাঝরাতে কেন অভিযান চালাতে হল এনআইএ-কে?’’ অভিযানের কথা পুলিশকে এনআইএ জানিয়েছিল কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যের পুলিশমন্ত্রী মমতা। তিনি এও বললেন, ‘‘ওখানে মহিলারা হামলা করেননি। হামলা করেছে এনআইএ। লোকের বাড়ি গিয়ে গিয়ে মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে অত্যাচার করে, তবে মহিলারা কি হাতে শাঁখা, বালা পরে বসে থাকবে? মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা নিজেদের ইজ্জত বাঁচাবে না। ’’ মমতা বললেন, ‘‘ভোটের আগে তৃণমূলের সমস্ত এজেন্টদের গ্রেফতার করতে হবে। নেতাদের গ্রেফতার করতে হবে? আমরা নিরপেক্ষ কমিশন চাই। এই বিজেপির কমিশন চাই না।’’ মমতা বললেন, লোডশেডিং করিয়ে ওরা বাক্স দখল করে, ভাল করে পাহারা দেবেন। মমতা বললেন, গদ্দারেরা জানে হারবে তাই কোথায় কবে মেদিনীপুরে চকোলেট বোমা ফেটেছিল। তাই বাড়ি বাড়ি এনআইএ ঢুকিয়ে দিয়েছে।
Related Posts
Cyclone Remal: বদলে গেল ল্যান্ডফলের জায়গা!
মুদ্রের উপর ক্রমশ রুদ্রমূর্তি ধারণ করছে সাইক্লোন রিমল। IMD-র লেটেস্ট ওয়েদার আপডেটে জানা গেছে, ইতিমধ্যেই সিভিয়ার সাইক্লোনের তকমা পেয়ে গিয়েছে এই ঘূর্ণিঝড়। ৬ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এগোচ্ছে রিমল। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঘূর্ণিঝড়টি যত বেশিক্ষণ ধরে সমুদ্রের উপর থাকবে ততই তার শক্তি মারাত্মক ভাবে বৃদ্ধি পেতে থাকবে। বেলা ১২টা নাগাদ ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৯০ […]
গভীর রাতে মালদায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৬
মালদায় ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত্যু হল ৬ জনের। গুরুতর আহত একজনকে মালদায় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতরা প্রত্যেকেই মালদার বাসিন্দা। জানা গিয়েছে, দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারে। তাতেই ৬ জনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে গৌড়বঙ্গ স্টেশনের কাছে ৩৪ নম্বর জাতীয় […]
দাম্পত্য কলহের জের! স্বামীকে তালাবন্ধ করে বাড়িতে আগুন ধরিয়ে দিল স্ত্রী
দাম্পত্য কলহের জের! স্বামীকে বাড়িতে তালাবন্ধ করে রেখে বাড়িতে আগুন ধরিয়ে দিল স্ত্রী। আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার কুরুমগ্রাম গ্রাম পঞ্চায়েতের হাজারপুর গ্রামের। জানা গিয়েছে, আজ রবিবার ওই গ্রামের বাসিন্দা মান্নার শায়ের সঙ্গে তাঁর স্ত্রী রেজিনা বিবির প্রচন্ড ঝগড়া হয়। এ অবস্থায় মান্নার শা ঘরে ঢুকলে তার স্ত্রী দরজা তালাবন্ধ করে দিয়ে বাড়িতে আগুন […]