রবিবার ভোটমুখী জলপাইগুড়িতে দাঁড়িয়ে সরাসরি ভূপতিনগরের কথা উল্লেখ করেননি। তবে সে প্রসঙ্গে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দুর্নীতিবাজদের বাঁচাতে হামলা চালিয়েছে বলেই অভিযোগ তাঁর। বাংলার মাটিতে দাঁড়িয়ে তৃণমূলকে উচিত শিক্ষা দেওয়ার হুঙ্কারও দিলেন মোদি।শুক্রবার মধ্যরাতে ভূপতিনগর বিস্ফোরণ মামলার তদন্তে গ্রামে যায় এনআইএ। দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে নিয়ে বেরনোর সময় কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা হয় বলেই অভিযোগ। ওই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা। এবার ভূপতিনগরের নাম উল্লেখ না করে মোদি বলেন, “তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত নেতাদের বাঁচাতে চায় তৃণমূল। সে কারণে কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা চালায়। অন্যকে দিয়ে হামলা করায়। তৃণমূল আইন ও সংবিধান ধ্বংসকারীরা দল।” এদিন আরও একবার সন্দেশখালি প্রসঙ্গেও মুখ খোলেন মোদি। বলেন, “সন্দেশখালিতে কী হয়েছে গোটা দেশ জানে। মা-বোনেদের অত্যাচার করা হয়েছে। গোটা দেশ তা দেখেছে। এখানে সর্বত্র তৃণমূলের সিন্ডিকেটরাজ। সন্দেশখালির অপরাধীদের কড়া শাস্তি হওয়া দরকার তো? গোটা জীবন জেলে থাকা দরকার?” এর পরই রেশন এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খোলেন মোদি। তিনি বলেন, “দুর্নীতিতে যুক্তদের সাজা দেওয়া প্রয়োজন? বাংলার মাটিতে দাঁড়িয়ে গ্যারান্টি দিচ্ছি যারা দুর্নীতি করে টাকা ব্যাঙ্কে ভরেছে। দুর্নীতির ৩ হাজার কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করেছে ইডি। আমি আইনি পরামর্শ নিচ্ছি কীভাবে ওই টাকা গরিবদের ফেরত দেওয়া যায়। আমরা চাই দুর্নীতিবাজদের দূর হঠাও। ওরা তাদের আগলে রাখে।” আগামী ৪ জুন ভোটের ফলপ্রকাশ। তার পর তদন্ত আরও জোরদার হবে বলেই আশ্বাস মোদির।
Related Posts
‘মে আই হেল্প ইউ’ বুথ খুলছে রাজ্য সরকার, রোগী পরিষেবায় অভিনব উদ্যোগ
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্য জুড়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। পরিবার-পরিজন হয়রানির শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে যাতে রোগী পরিষেবায় অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে বিশেষ ‘বুথ’ খোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। সেইমতো কলকাতার সাতটি জায়গায় ‘মে আই হেল্প ইউ’ বুথ খোলার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর। জুনিয়র […]
‘ইন্ডিয়া জোট ক্ষমতায় এলেই ইডি-সিবিআই মতো কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে অত্যাচার বন্ধ করে দেব’, বড় ঘোষণা মমতার
ইন্ডিয়া জোটের সরকারই যে ক্ষমতায় আসছে, আগেই সেই দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন, ইন্ডিয়া জোট সরকার ক্ষমতায় এলেই ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে অত্যাচার বন্ধ করে দেবেন তিনি৷ এ দিন আরামবাগের কামারপুকুরের সভা থেকে এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ চতুর্থ দফার ভোটের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক […]
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কর্মীকে বাড়িতে ঢুকে ‘খুন’, অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে
তৃণমূল কর্মী খুনের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। নিহত ওই তৃণমূল কর্মীর নাম সুরজ শেখ(২১)। ইট দিয়ে আঘাত করে ওই যুবককে খুন করা হয়ে বলে অভিযোগ। ইতিমধ্যেই তদন্তে নেমেছে, সামশেরগঞ্জ থানার পুলিশ। মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, মঙ্গলবার হঠাৎই বেশ কয়েকজন দুষ্কৃতী এলাকায় ইট পাটকেল ছুড়তে শুরু করে। তাতেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। […]