কেন্দ্রীয় এজেন্সিকে ‘অপব্যবহারের’ অভিযোগ শাসকদলের আজকের নয়। অতীতে এনিয়ে বারংবার ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একটু পিছিয়ে দেখলে ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির তলবের মুখে আগেও পড়েছে তৃণমূলের নেতা-কর্মীরা। গ্রেফতারও হয়েছেন। নানা মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের হেভিওয়েটদের। এই অবধি অভিযোগটা একরম ছিল। তবে আবহ বদলেছে সন্দেশখালি, ভূপতিনগরকাণ্ডের পর। দুটি স্থানেই কেন্দ্রীয়বাহিনীকে হামলার অভিযোগ উঠেছে। ভূপতিনগরকাণ্ডে আরও ৩ তৃণমূল নেতাকে আজ তলব করেছে এনআইএ । এদিকে বিজেপি-এনআইএ যোগসাজসের অভিযোগে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল । বলাইবাহুল্য, চব্বিশের ভোটের আগে সবমিলিয়ে ক্রমশ প্রতিকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। মুখ খুলেছেন অভিষেক। এবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এনআইএ-র অপব্যবহারের অভিযোগ তুলেছে শাসকদল। বিজেপি-এনআইএ যোগসাজসের অভিযোগে আজই নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন শান্তনু-দোলারা। দিল্লি যাওয়ার আগেই ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের প্রতিনিধি দল।লেনদেনের আশঙ্কা প্রকাশ করে কমিশনে নালিশ জানাবে তৃণমূল। ‘ভোটের আগে এজেন্সির অপব্যবহার করে তৃণমূলকে ভয় দেখাতে চাইছে বিজেপি’, দিল্লি যাওয়ার আগে অভিযোগ তৃণমূলের প্রতিনিধি দলের। এদিন দোলা সেন বলেন, ‘সরাসরি আমরা অভিযোগ করছি। আমাদের কাছে প্রমাণ আছে। বিজেপি নের্তৃত্বের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে, সরাসরি প্রতিনিধি সরাসরি এনআইএ-র গুরুত্বপূর্ণ পদে আছেন। তাঁদের সঙ্গে যোগাযোগ করে , আমরা জানিনা কী লেনদেন হয়েছে ? কিন্তু কিছু তো আছে, যে তাঁরা অ্য়াপয়েন্টমেন্ট করেছেন, কথা বলেছেন..। এটা হচ্ছে ভোটে যাতে শান্তভাবে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজ্যের বিজেপি বিরোধীরা অংশ নিতে না পারে। যাতে তাঁদের ভোটের কাজে অসুবিধার সৃষ্টির হয়। নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ জায়গা, তাই আবারও আমরা আজকে ১০ জনের প্রতিনিধি দল, তৃণমূলের পক্ষ থেকে দিল্লি যাচ্ছি।’
Related Posts
মন্ত্রিসভায় রদবদলে সিলমোহর, অবশেষে ২৭ দিন পর ফাইলে সই করে ছাড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
এবারের লোকসভা নির্বাচনে বেশ কয়েকজন বিধায়ক জিতে সাংসদ হয়েছেন। তাই তাঁদের পদ খালি হয়েছে। আবার সদ্য অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁর অভব্য আচরণের জন্য। সেক্ষেত্রে কারা দফতরের মন্ত্রী নেই। নতুন করে মোট ৬ জন বিধায়ক জিতে এসেছেন। তাই মন্ত্রিসভার রদবদল করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে ফাইল পাঠানো হয়েছিল রাজভবনে। কিন্তু […]
‘মে আই হেল্প ইউ’ বুথ খুলছে রাজ্য সরকার, রোগী পরিষেবায় অভিনব উদ্যোগ
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্য জুড়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। পরিবার-পরিজন হয়রানির শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে যাতে রোগী পরিষেবায় অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে বিশেষ ‘বুথ’ খোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। সেইমতো কলকাতার সাতটি জায়গায় ‘মে আই হেল্প ইউ’ বুথ খোলার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর। জুনিয়র […]
বনগাঁ–শিয়ালদা শাখায় ফের ব্যাহত ট্রেন চলাচল, ডায়মন্ডহারবার শাখায় আজও রেল অবরোধ, ভোগান্তিতে নিত্য যাত্রীরা
বৃষ্টিতে বিঘ্নিত সিগন্যাল বিভ্রাট। আবার তার উপর রেল অবরোধ। শিয়ালদা ডিভিশনের উত্তর থেকে দক্ষিণ আজ, বৃহস্পতিবার ট্রেন দুর্ভোগে হয়রানির শিকার হলেন যাত্রীরা। আজ সকাল থেকেই বনগাঁ–শিয়ালদা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে। তার জেরে সিগন্যালের সমস্যায় বহু ট্রেন নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত যেতে পারছে না। আবার বুধবারের পর বৃহস্পতিবারও ডায়মন্ডহারবার শাখায় ট্রেন অবরোধ হয়। সবমিলিয়ে বৃষ্টির […]