উত্তরাখণ্ডের নৈনিতালে ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নৈনিতালে এক ২০০ মিটার গভীর খাদে যাত্রীবোঝাই গাড়ি পড়ে গিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এই ৮ মৃতের মধ্যে রয়েছে ৭ জন নেপালি। এছাড়াও গাড়ির চালকও মারা গিয়েছেন। সব মিলিয়ে এই ৮ জনের মৃত্যুর ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, বেতালঘাট পুলিশ স্টেশনের এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, খবর পেতেই তারা চলে যায় ঘটনাস্থলে। মুহূর্তে এসডিআরএফের দল এসে সেখানে উদ্ধার কাজ শুরু করে। ঘটনা রাতে হওয়ার জেরে অন্ধকারে উদ্ধার কাজ কিছুটা ব্য়হত হয়। পুলিশ বলছে, ঘটনায় ৭ নেপালি ও গাড়ির ড্রাইভারের মৃত্যু হয়েছে। নৈনিতালের বেতালঘাটের উঁচাকোট এলাকায় এই ঘটনা ঘটে যায়। জানা গিয়েছে, মৃত নেপালিরা সকলেই শ্রমিক। তারা কাজ শেষে সন্ধ্যের দিকে গাড়ি বুক করে চম্পাওয়াত জেলার টনকপুরের দিকে যেতে থাকেন। বেতালঘাট থেকে টনকপুর যাওয়ার রাস্তায় তারা রামনগর হয়ে যায়। এই সফরের মাঝেই তাদের গাড়ি পড়ে যায় ২০০ মিটার গভীর নয়ানজুলিতে। সোমবার রাত ১০.৩০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটেছে। এলাকার বাসকোট গ্রামের বাসিন্দা ছিলেন গাড়ির চালক রাজেন্দ্র কুমার। ৩৮ বছর বয়সী রাজেন্দ্র কুমারই এই দুর্ঘটনায় মৃতদের মধ্যে সবচেয়ে কম বয়সী। এছাড়াও দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ৫০ বছরের পিশা রামের, ৪০ বছরের অনন্ত রাম চৌধুরীর, ৩৮ বছরের বিনোদ চৌধুরীর, ৫৫ বছরের উদয়রাম চৌধুরীর, ৪৫ বছরের তিলক রাম চৌধুরীর, আর ৬০ বছর বয়সী গোপালের। জানা যাচ্ছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছিল। ঘটনার খবর পেতেই স্থানীয়রা সকলে সেখানে জমায়েত করতে থাকেন। তাঁরাই ঘটনাস্থলে এই করুণ দৃশ্য দেখে খবর দেন পুলিশকে। পুলিশ খবর পেতেই সেখানে যায়। এরপর খবর যায় এসডিআরএফের কাছে, তারা ওই ৭ জন নেপালি সহ ৮ জমের মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, গভীর রাতে সেই ২০০ মিটার গভীরে পড়ে থাকা ৮ টি দেহ উদ্ধার করে এসডিআরএফ। ঘটনায় বেশ কয়েকজন আহতও রয়েছেন। তাঁদের সঙ্গে সঙ্গে সেখান থেকে উদ্ধার করে বেতালঘাটের স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে চিকিৎসার জন্য।
Related Posts
বিহারে বুলডোজারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, মৃত ৭
বুলডোজারের সঙ্গে অটোরিকশার ধাক্কায় মৃত্যু হয়েছে সাত ব্যক্তির। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বিহারের পাটনা এলাকায়। পাটনার কাঁকরবাগ এলাকায় কাজ চলছিল মেট্রো প্রকল্পের। জানা গিয়েছে, সেখানেই ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটে। বুলডোজারের সঙ্গে ধাক্কা খেয়ে একাধিকবার উল্টে যায় অটোটি। দুর্ঘটনার ফলে নিহত হন ৭ ব্যাক্তি। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মুম্বইয়ের থানের কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১১
থানের রাসায়নিক কারখানায় বয়লার ফেটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। ঘটনায় আহত প্রায় ৬০ জন। তাঁদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। থানের পুলিশের দাবি, বৃহস্পতিবার বিকেলের ওই বিস্ফোরণের ঘটনায় মোট ৬০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর চোট রয়েছে অন্তত ২০ জনের। বিস্ফোরণের অভিঘাতে কারখানার কয়েক কিলোমিটার দূরের বৃত্ত জুড়ে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। ভেঙে পড়ে […]
বিরোধী দলনেতার দৌড়ে গৌরব গগৈ, কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শনিবার
লোকসভা নির্বাচন মিটতেই কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বসছে। আগামী শনিবার কংগ্রেস সদর দপ্তরে এই বৈঠক হতে চলেছে। নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের রণকৌশল নিয়ে আলোচনা হবে। রবিবার নতুন সরকারের শপথ গ্রহণ হবে। তার আগের দিন কংগ্রেস ওয়ার্কিং বৈঠক ডাকা হয়েছে। লোকসভা ভোটে ভাল ফলের ফর কংগ্রেসে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে। এনডিএ সরকারকে […]