প্রতি বছর ঈদে নিজের ছবি নিয়ে প্রেক্ষেগৃহে হাজির হন সকলের প্রিয় ভাইজান সলমন খান। তবে এবারে ঈদের দিনে সলমনের কোনও ছবি মুক্তি পেল না। কিন্তু প্রিয় অনুরাগীদের এক্কেবারে খালি হাতে ফেরালেন না ভাইজান। আগামী বছর ঈদের দিনে মুক্তি পাবে তার পরবর্তী ছবি ‘সিকন্দর’। নিজেই সোশ্যাল মিডিয়ায় সে কথা ঘোষণা করলেন সল্লু ভাই। এ আর মুরুগাদোস পরিচালিত এই ছবিতে সলমান প্রধান চরিত্রে অভিনয় করবেন। ছবিটি প্রযোজনা করবে সাজিদ নাদিয়াদওয়ালার ব্যানার নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। সলমন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে ‘সিকন্দর’-এর পোস্টার শেয়ার করে ভক্তদের ঈদের জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি এবং তাদের অক্ষয় কুমার-টাইগার শ্রফ অভিনীত বাড়ে মিয়াঁ ছোট মিয়ার পাশাপাশি থিয়েটারে অজয় দেবগনের ময়দান দেখতে বলেছেন। তিনি লিখেছেন, ‘ইস ঈদ বাড়ে মিয়াঁ ছোট মিয়া অর ময়দান কো দেখা অর আগলি ঈদ সিকান্দার সে আ কর মিলো… সবাইকে ঈদ মোবারক শুভেচ্ছা! #সাজিদ নাদিয়াদওয়ালা #সিকান্দার উপস্থাপন করেছেন। @a.r.murugadoss দ্বারা পরিচালিত’। খুব শীঘ্রই শুটিং ফ্লোরে যাবে ‘সিকন্দর’।
Related Posts
বৃষ্টিস্নাত সকালে পার্কস্ট্রিটে কাজল
বেশ কয়েকদিন ধরেই বাংলায় রয়েছেন কাজল। বিশাল ফুরিয়া পরিচালিত তাঁর আগামী ছবি ‘মা’-র শুটিং চলছে।বৃষ্টিভেজা মেঘলাদিনে সকাল সকাল পার্কস্ট্রিটে দেখা মিলল অভিনেত্রী কাজলের। তবে তিনি একা নন, এদিন কাজলের সঙ্গে ছিলেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। কাজলের পরনে গোলাপি রঙের জাম্পশুট, চোখে রোদচশমা। পার্কস্ট্রিটে ফ্রেমবন্দি হলেন অভিনেত্রী। ফ্লুরিজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন অভিনেত্রী। তাঁর জন্য সকাল থেকে […]
ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন শাহরুখ-সলমান
সারাবিশ্বে উদযাপিত হল ঈদ। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি, সবাই তাঁদের নিজস্ব কায়দায় ঈদ উদযাপন করলেন। একই সঙ্গে প্রতি বছরের মতো এবারও ভক্তরা তাঁদের প্রিয় সুপারস্টার সলমান খান ও শাহরুখ খানকে দেখার অপেক্ষায় ছিলেন। আবশেষে মনোবাসনা পূরণ হল। যত দূর চোখ যায়, শুধু মাথা আর মাথা আর গলা ফাটিয়ে চিৎকার করছে প্রিয় তারকার জন্য। […]
প্রকাশ্যে এল ‘স্ত্রী ২’ এর টিজার
রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠীর মতো তারকারা অভিনীত ‘স্ত্রী ২’ ছবিটি এবার মুক্তি পাবে স্বাধীনতা উপলক্ষে অর্থাৎ ১৫ আগস্ট। আজ এই ছবির টিজার প্রকাশ করেছেন নির্মাতারা। টিজারটি বেশ আকর্ষণীয়।কয়েকদিন আগে অনলাইনে ফাঁস হয়েছে ‘স্ত্রী ২’-এর টিজার। তবে আজ আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয়েছে। ‘স্ত্রী ২’ ছবির টিজার ১৪ জুন ‘মুঞ্জা’ ছবির সাথে সংযুক্ত করা […]