ইদের দিন সকালে কলকাতার রেড রোডে নমাজের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।। ভোটের আবহে রেড রোড থেকেই কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন বন্দ্যোপাধ্যায়। উপস্থিত জনতাকে ইদের শুভেচ্ছা জানিয়ে ফের সিএএ, এনআরসি ইস্যুতে বিরোধিতার সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, জানালেন রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তিনি মানবেন না। মঞ্চ থেকে তাঁর ভোট-বার্তা, “বাংলায় আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি। একটা ভোটও অন্য কাউকে দেবেন না।” আপনাদের নিরাপত্তা দেওয়াই লক্ষ্য আমার। সিএএ মাছের মাথা হলে, এনআরসি ল্যাজা। এককাট্টা থাকলে কেউ আলাদা করতে পারবে না, মনে রাখবেন।” ভোটের সময় ইডি, সিবিআইয়ের পদক্ষেপ নিয়েও কেন্দ্রকে তীব্র কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, “একটা চকোলেট বম্ব ফাটলেও এনআইএ পাঠিয়ে দিচ্ছে। এদের লক্ষ্য, সবাইকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দেওয়া। শুনে রাখুন, আমরা এজেন্সিকে ভয় পাই না। বাংলায় একটা ভোটও তৃণমূল ছাড়া অন্য দলকে দেবেন না।” মুখ্যমন্ত্রী এদিন তোপ দাগেন, “বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করছে। বলছে কী চাই? ভোটের সময় বেছে বেছে নেতাদের ফোন করা হচ্ছে। ডি-সিবিআইয়ের ভয় দেখাচ্ছে বিজেপি। সবাইকে ইডি-সিবিআই দিয়ে গ্রেফতার করছে। তার থেকে ভালো আলাদা একটা জেল তৈরি করুন। ওখানে সবাইকে ঢুকিয়ে দিন।”বৃহস্পতিবার রেড রোডে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রেড রোডে নামাজ পাঠে উপস্থিত থাকার পর মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সোজা হাজির হন পার্ক সার্কাস লাল মসজিদে। সেখান থেকে প্রায় ১ কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছন সাদা মসজিদে। যাওয়ার পথে দু পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মমতা ও অভিষেক। চৈত্রের চড়া রোদ উপেক্ষা করেই সৌজন্য বিনিময় এবং জনসংযোগ সারেন মুখ্যমন্ত্রী। পাশে থাকার বার্তা দেন। দুই মসজিদ থেকেই মুখ্যমন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেওয়া হয়।
Related Posts
নন্দীগ্রামে অভিযুক্ত বিজেপি নেতা-কর্মীদের আপাতত রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট
নন্দীগ্রাম থানায় বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ৪৭টি এফআইআর নিয়ে তদন্তে অগ্রগতির রিপোর্ট রাজ্যকে ২ জুলাই আদালতে পেশ করতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা । এই সময়ের মধ্যে পুলিশ ওই ৪৭টি অভিযোগের ভিত্তিতে কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে না বলে অ্যাডভোকেট জেনারেল আশ্বাস দিয়েছেন । উল্লেখ্য, ১৪মে থেকে ১জুন একই থানায় ৪৭টি এফআইআর হয়েছে । […]
‘বাংলা-বিরোধী’ চক্র ! Republic, ABP, TV9 – এই ৩ নিউজ চ্যানেলকে বয়কট তৃণমূলের, অনুষ্ঠানে যাবেন না কোনও মুখপাত্র
তৃণমূল কংগ্রেস জানাল, তিন প্রথমসারির নিউজ চ্যানেলকে বয়কট করছে তারা ৷ রবিবার সন্ধেয় বিবৃতি দিয়ে তৃণমূল জানিয়ে দিল, ওই তিন নিউজ চ্যানেলে আর প্রতিনিধি পাঠাবে না দল ৷ শাসক শিবিরের দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘অবিরাম বাংলা বিরোধী সংবাদ প্রচারের কারণে কিছু নির্দিষ্ট বেসরকারি গণমাধ্যম (Republic, ABP, TV9) মুখপাত্রদের না-পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ দিল্লির […]
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের
আগামী ১০ জুলাই রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ লোকসভা নির্বাচনে বিপুল সাফল্য পেলেও ওই চার কেন্দ্রেই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে শাসক দল তৃণমূলের জন্য৷ কারণ ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ীও, ওই চারটির মধ্যে তিনটি কেন্দ্রেই তৃণমূলের থেকে অনেকটা এগিয়ে রয়েছে বিজেপি৷ এই পরিস্থিতিতে চার কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী তালিকায় বড় চমক দিল তৃণমূল। […]