কলকাতা হাই কোর্টের বিচারপতিদের সঙ্গে বিজেপির যোগসাজশ রয়েছে। তাই দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত। এসএসসি দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের রায় নিয়ে এমনই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ক্রিকেটে যেমন ম্যাচ ফিক্সিং হয়, তেমনি বিজেপি কোর্ট ফিক্সিং করছে। তাদের পরিকল্পনা অনুসারে হাই কোর্টের বিচারপতিরা একের পর এক রায় দিচ্ছেন। এটা দুর্ভাগ্যজনক। এদিন অভিষেক বলেন, এসএসসি মামলা যে বিচারপতি শুনছিলেন তিনি এখন বিজেপির প্রার্থী। তিনি বিচারপতি থাকাকালীন বলেছেন, বিজেপি তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছিল এবং তিনিও বিজেপির সঙ্গে যোগাযোগে ছিলেন। সেই বিচারপতি যদি বিজেপিতে যান তাহলে তো দেশ থেকে হাই কোর্টই তুলে দেওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আদালত বলছে, কয়েক জন প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন, তাই পুরো প্যানেলটাই বাতিল। তাহলে সেই যুক্তি অনুযায়ী একজন বিচারপতি বিজেপিতে যোগদান করেছেন, অর্থাৎ সব বিচারপতিই বিজেপি হয়ে গিয়েছেন। আদালতের যুক্তিতে তাই হচ্ছে।
Related Posts
মমতার ধমকের জের! বদলি ১৮০জন বিএলআরও, জমি দখল রুখতে কড়া নবান্ন
জমির জবরদখল রুখতে এবার একেবারে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের বহু আধিকারিককে এবার বদলি করা হল। একেবারে লাইন দিয়ে বদলি করা হয়েছে তাঁদের। নবান্নের তরফে এনিয়ে কড়া নির্দেশ জারি করা হয়েছে। এদিকে সম্প্রতি মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এই জবরদখল নিয়ে কড়া ধমক দিয়েছিলেন। তারপরই নবান্নের তরফে এনিয়ে নানা ব্যবস্থা নেওয়া হয়। তারই […]
কনভয়ের মাঝে গাড়ির ধাক্কা, মাথায় চোট তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের
মধ্যমগ্রামের বাড়ি থেকে বারাসতের কার্যালয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন কাকলি ঘোষ দস্তিদার ৷ বারাসতের সাংসদ তথা ওই আসনের তৃণমূল প্রার্থীর মাথায় আঘাত লেগেছে ৷ আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে খবর ৷ জানা গিয়েছে, বুধবার দুপুরে মধ্যমগ্রাম জেলা তৃণমূল কার্যালয়ে বিরোধী দল থেকে যোগদান কর্মসূচি ছিল। সেখানেই আসার জন্য দুপুর আড়াইটের পর মধ্যমগ্রাম বাদুরোড […]
‘বডি এবার পড়বেই’! নবান্ন অভিযান নিয়ে চক্রান্ত, গোপন কথোপকথনের ভিডিও ফাঁস
সোমবার সকালে এক সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেন, তাঁদের হাতে এসেছে দু’টি গোপন ভিডিয়ো। যেখানে দাবি করা হচ্ছে, মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে অশান্তির চক্রান্ত করা হচ্ছে। এর পরে কুণাল ওই ভিডিও দু’টি প্রকাশ করেন। ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বঙ্গ নিউজ। প্রথম ভিডিয়োয় পর্দায় দেখা যাচ্ছে এক যুবককে। আলো-আঁধারি […]