ভাগলপুরে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মর্মান্তিক মৃত্যু

সড়ক দুর্ঘটনায় ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, স্করপিও গাড়িতে করে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুঙ্গের থেকে পিরপাইন্টি যাচ্ছিলেন সবাই। এ সময় আমাপুরের কাছে ওই স্করপিও গাড়ির উপর বালিবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণের বাইরে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। ঘটনাটি বিহারের ভাগলপুর জেলার ঘোঘা থানা এলাকায় অবস্থিত আমাপুর গ্রামের কাছে NH 80-এর। বালিবাহী ট্রাকটি উল্টে যাওয়ার পর স্করপিও গাড়িটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং আহতদের ভাগলপুরের জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং সবার অবস্থা আশঙ্কাজনক।

error: Content is protected !!