এবার ‘পুষ্পা ২’-র প্রথম গান মুক্তি পেল। গানেই পুষ্পার রাজত্বের গল্প শুনিয়ে দিলেন অল্লু অর্জুন। তবে এবার গানটি শুধু হিন্দি, তামিল, কন্নড়, তেলগু, মালয়ালম ভাষায় সামনে আসেনি। ‘পুষ্পা ২’এর টাইটেল ট্র্যাক বাংলা ভার্সন করল বাজিমাত। বাংলা ভার্সনটি গেয়েছেন বিশিষ্ট বাঙালি সংগীতশিল্পী তিমির বিশ্বাস। গানটি লিখেছেন শ্রীজাত। মুক্তির কিছুক্ষণের মধ্যেই ঝড়ের গতিতে নেটপাড়ায় ভাইরাল হয়ে পড়ে গানটি। বেশকিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল এই গানের কথা। অবশেষে জল্পনার অবসান হল। তিমিরের গানে পুষ্পা ২-এর গানে বাঙালির মন জয় করে নিয়েছে। হিন্দিতে গানটি গেয়েছেন মিকা সিং, নাকাশ আজিজ। পুষ্পা ২-এর টাইটেল ট্র্যাকটি টি-সিরিজ সর্বত্র প্রকাশিত করেছে।
Related Posts
১৪ বছর পর পর্দায় ফিরলেন ফারদিন খান
ফারদিন খান আবারও অভিনয়ে ফিরলেন। এবং ফিরলেন সঞ্জয় লীলা ভনশালির কয়েক কোটি টাকার সিরিজ ‘হীরামাণ্ডি’তে। এই সিরিজ দর্শকদের পৌঁছে দেবে সেই পাকিস্তানের বিখ্যাত গণিকাপল্লিতে। যেখানে প্রেম-ধোঁকা-প্রতিশোধ আর রক্তপাত ছিল নিত্যদিনের কাহিনি। শনিবার বিকেলে অভিনেতার লুক প্রকাশ্যে। রীতিমতো রাজকীয় বেশে ধরা দিয়েছেন তিনি। খবর, ‘ওয়ালি মহম্মদ’-এর ভূমিকায় দেখা যাবে তাঁকে। View this post on Instagram A […]
দিল্লিতে ভোট দিলেন বলি সেলেবরা
শনিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ষষ্ঠদফার লোকসভা নির্বাচন। এদিন ভোট দিতে মুম্বই থেকে দিল্লি যান সিদ্ধার্থ মালহোত্রা। এদিন মায়ের সঙ্গে ভোট দিতে যান ইশা গুপ্তা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। দিল্লিতেই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন চিত্রাঙ্গদা সিং। এদিন দিল্লিতে ভোট দেন শ্বেতা ত্রিপাঠী। সবাইকে ভোট দেওয়ার আবেদনও করেন অভিনেত্রী। দিল্লিতেই ভোট দেন ইয়ারিয়াঁ খ্যাত অভিনেতা হিমাংশ কোহলি।
মুক্তি পেল ‘শ্রীকান্ত’-এর ট্রেলার
তুষার হিরানন্দানি পরিচালিত শিল্পপতি শ্রীকান্ত বোলা-এর বায়োপিকের ট্রেলার মুক্তি পেল। বরাবরই ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন অভিনেতা রাজকুমার রাও। এই ছবিতে শিল্পপতি শ্রীকান্ত বোলার চরিত্রে দেখা যাবে রাজকুমারকে। যখন আপনার মনে আবেগ এবং আপনার চোখে স্বপ্ন থাকে, তখন আপনার যত ত্রুটিই থাকুক না কেন, কেউ আপনাকে সফল হতে বাধা দিতে পারবে না। শ্রীকান্ত […]