বেশ কয়েক দিন পরেই অবশেষে দেশের নির্বাচন কমিশন জানাল, প্রথম দু দফায় দেশে কত ভোট পড়ল। যেটা না হওয়া দেশের বিরোধী নেতারা সরব হয়েছিলেন। কমিশন জানাল, প্রথম দফায় দেশে মোট ভোট পড়েছে ৬৬.১৪ শতাংশ। আর দ্বিতীয় দফায় ভোটদানের হার ৬৬.৭১ শতাংশ। ভোট শেষ হওয়ার পরেই কমিশন ভোটদানের হার জানিয়েছিল। কিন্তু সেটা চূড়ান্ত ছিল না। ঠিক কতটা ভোট পড়েছে তা জানাতে কমিশনের লেখে গেল বেশ কয়েকটা দিন। প্রথম দফায় দেশের ২১টি রাজ্যে মোট ১০২টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। আর দ্বিতীয় দফায় ভোট হয় ১২টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ৮৭টি লোকসভা আসনে ভোট হয়েছিল। দেশে উতসাহ কম থাকলেও বাংলার ভোটারদের মধ্যে লোকসভা ভোট নিয়ে আগ্রহ দেখা গিয়েছে। এখনও পর্যন্ত দুটি দফায় বাংলার ৬টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। প্রথম দফায়- জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। দ্বিতীয় দফায়- দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ- উত্তরবঙ্গের এই ৬টি কেন্দ্রে। কমিশনের হিসেব বলছে, দিদির রাজ্যে মহিলা ভোটারদের মধ্যে ভোটদানের উতসাহ ব্যাপকবাবে দেখা গিয়েছে। প্রথম দফায় বাংলায় ভোট পড়েছে প্রায় ৮১.৫০ শতাংশ। আর দ্বিতীয় দফায় ভোটদানের হার প্রায় ৭৬ শতাংশ। বিস্তারিত হিসেব বলছে, বাংলায় প্রথম দফায় পুরুষ ভোটারদের ভোটদানের হার ৮১.২৫%, মহিলাদের ৮২.৫৯ শতাংশ। আর দ্বিতীয় দফায় মহিলা ভোটাররা ভোট দিয়েছেন ৭৭.৯৯% আর পুরুষ ভোটারদের ভোটদানের হার ৭৫.৯৯%। দেশের ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ১৮৯টি-তে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। গড়ে ভোট পড়েছে প্রায় ৬৬ শতাংশ। গত লোকসভার তুলনায় এবার দেশে ভোটদানে উতসাহ কম। আর এতেই কিছুটা হলেো চিন্তার ভাঁজ বিজেপি-র কপালে। কারণ মোদী হাওয়া কাজ করলে ভোটারদের মধ্যে ভোটদানের উতসাহ বাড়ে, আর তাতে লাভ হয় বিজেপির। আর ভোচদানে উতসাহ কম থাকলেও মোদী হাওয়ার জোর কমে, তাতে লাভ হয় বিরোধী দলগুলির। যদিও এত সহজে ভোটদান কম -বেশীর হিসেব মেলানো যায় না। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞই বলেন, ভোটদান কম হওয়া মানে প্রতিষ্ঠান বিরোধিতা নিয়ে উতসাহ না থাকা। তার মানে সেই হিসেবে এতে লাভ বিজেপির। তবে এটা ঠিক নেতারা যতই চেঁচান, এবারের লোকসভা ভোট নিয়ে বাংলা, ত্রিপুরা-র মত রাজ্যগুলিকে বাদ দিলে বেশীরভাগ জায়গায় তেমন মাথাব্যথা দেখা যাচ্ছে না।
Related Posts
স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান
হিন্দি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন হিনা খান। খুব অল্প বয়স থেকেই অভিনয় জগতে পা রাখেন তিনি। ২০০৯ সালে ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাহা হ্যায়’ ধারাবাহিকের মাধ্যমে হিনা পৌঁছে গিয়েছিলেন প্রতিটা দর্শকের ঘরে ঘরে। নিজের সাজপোশাক নিয়ে সর্বদাই নেটিজেনদের মধ্যে চর্চায় থাকেন ছোট পর্দার এই অভিনেত্রী। তবে সদ্য সমাজমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল ক্যানসারে আক্রান্ত হিনা খান। […]
২৭ বছর পরে ফের জুটি বাঁধছেন কাজল-প্রভু দেবা
২৭ বছর পরে ফের জুটি বাঁধছেন কাজল-প্রভু দেবা। নেপথ্যে তেলুগু পরিচালক চরণ তেজ উপ্পলাপতি। এই অ্যাকশন থ্রিলার ছবির হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করবেন চরণ তেজ। জানা গিয়েছে, বড় বাজেটের এই ছবিতে এক ঝাঁক অভিনেতার দেখা মিলবে। কাজল ও প্রভু ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন নাসিরুদ্দিন শাহ, সংযুক্ত মেনন, আদিত্য শীল। পাশাপাশি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির […]
আরজি কর কাণ্ডে ফের রাত দখল, শ্যামবাজারে ঋতুপর্ণাকে ঘিরে ‘গো ব্যাক স্লোগান’
শ্যামবাজারে রাত দখল কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত। এহেন আবহে শ্যামবাজারে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিক্ষোভের মুখোমুখি হলেন অভিনেত্রী ঋতুপর্ণা ঘোষ। এদিন তাঁকে ঘিরে দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগান। এবং কোনওক্রমে তিনি নিজের গাড়িতে উঠলেও গাড়ির উপরে সজোরে আঘাত করা হয়। বাধ্য হয়েই এলাকা ছাড়ে অভিনেত্রীর গাড়ি। শ্যামবাজারে তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান […]