গত তিন দিন ধরেই পেটে অসহ্য ব্যথায় ভুগছিলেন কমেডিয়ান ভারতী সিং। সম্প্রতি সেই ব্যথা বাড়ার কারণে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তিন দিন ধরে পেটে ব্যথা হলেও প্রথমে ভারতী মনে করেন যে হয়তো পেটে গ্যাসের ব্যথা হচ্ছে। পরে তা আরও তীব্র হলে বেশ কিছু পরীক্ষা করা হয়। সেখান থেকেই জানা যায় যে গ্যাসের ব্যথা নয়, তাঁর গলব্লাডারে পাথর হয়েছে। সেই সময়েই চিকিৎসক ভারতীকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। ভর্তির পর হাসপাতাল থেকে এই কমেডিয়ান একটি ভ্লগ ভিডিও শেয়ার করেছেন। তাতে ভারতীকে বলতে শোনা গেছে, তিনটি রাত পরিবারের সদস্যরা কেউই ঘুমাতে পারেননি। তার গলব্লাডারে পাথর হয়েছে। ঠিকমতো খেতেও পারছেন না। খেলেই পেটে ব্যথা হচ্ছে। সে কারণে পরীক্ষা-নিরীক্ষা শেষে অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই ভিডিওতে ভারতী তাঁর সকল অনুরাগীদের কাছে দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনাও করেছেন।
Related Posts
প্রয়াত হলিউডের বর্ষীয়ান অভিনেতা বার্নাড হিল
প্রয়াত হলিউডের বিখ্যাত বর্ষীয়ান অভিনেতা বার্নাড হিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। জানা যাচ্ছে, বাধ্যর্কজনিত অসুস্থতার কারণেই রবিবার বিকেল তাঁর মৃত্যু হয়। অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগত। এদিন মৃত্যুর খবর হিলের এজেন্ট লু কুলসন প্রকাশ্যে আনেন। তাঁর কেরিয়ারের অন্যতম বিখ্যাত চরিত্র ‘টাইচানিক’ ছবির ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ এবং ‘লর্ড অফ দ্য রিং’ ট্রিওলজি কিং থিওডেন।
২ দফায় দেশে ভোটদানের হার ৬৬ শতাংশ, পরিসংখ্যানে বাংলায় মহিলা ভোটারদের ব্যাপক উৎসাহ
বেশ কয়েক দিন পরেই অবশেষে দেশের নির্বাচন কমিশন জানাল, প্রথম দু দফায় দেশে কত ভোট পড়ল। যেটা না হওয়া দেশের বিরোধী নেতারা সরব হয়েছিলেন। কমিশন জানাল, প্রথম দফায় দেশে মোট ভোট পড়েছে ৬৬.১৪ শতাংশ। আর দ্বিতীয় দফায় ভোটদানের হার ৬৬.৭১ শতাংশ। ভোট শেষ হওয়ার পরেই কমিশন ভোটদানের হার জানিয়েছিল। কিন্তু সেটা চূড়ান্ত ছিল না। ঠিক […]