ভোটের মধ্যেই বিজেপিতে যোগ দিলেন দলত্যাগী কংগ্রেস নেতা অরবিন্দর সিং লাভলি

লোকসভা ভোটের মধ্যে বিজেপিতে যোগদান করলেন দিল্লি কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি অরবিন্দর সিং লাভলি। শনিবার বিকেলে দিল্লিতে বিজেপি হেড কোয়ার্টারে তাঁর গলায় গেরুয়া উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। উপস্থিত ছিলেন দিল্লির BJP প্রধান বীরেন্দ্র সচদেব এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে। আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোট না মানতে পেরে কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। স্পষ্ট জানিয়েছিলেন, পদ ছাড়লেও অন্য দলে যোগ দিচ্ছেন না তিনি। কিন্তু, ছয় দিনের মাথাতেই ইউ টার্ন। অনুমান করা হচ্ছে, অরবিন্দর সিং লাভলিকে দিল্লি থেকে ভোটে দাঁড় করাতে পারে পদ্ম শিবির।

error: Content is protected !!