সোমবার সন্ধ্যা থেকেই দক্ষিণ ২৪ পরগনার প্রায় সর্বত্র ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। তার মধ্যেই ভোটের প্রচারে বেরিয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। প্রথমে মৃদুমন্দ ঝোড়ো হাওয়া আর টিপটিপ বৃষ্টির মধ্যে ভাঙড়ের বামনঘাটা, বেঁওতা-১ এবং বেঁওতা-২ অঞ্চলে হুড খোলা গাড়ি নিয়ে নির্বাচনী প্রচার করেন সায়নী। কিন্তু হঠাৎ দমকা হাওয়া আর জোরে বৃষ্টি শুরু হওয়ায় বিপাকে পড়েন তৃণমূল প্রার্থী এবং অন্যান্য নেতাকর্মী। ঝোড়ো হাওয়ায় সায়নীর র্যালির সামনেই একটি গাছের ডাল ভেঙে পড়ে। তবে তাতে দুর্ঘটনা হয়নি। প্রসঙ্গত, একটানা দাবদাহের পর সোমবার বিকেলে কালবৈশাখীর দেখা মেলে। কিন্তু স্বস্তির বৃষ্টিতেও বিপত্তি! একাধিক জেলা থেকে মিলেছে মৃত্যুর খবর।
Related Posts
দায়িত্ব নিয়েই নিরাপত্তা খতিয়ে দেখতে আরজিকরে কলকাতার পুলিশের নয়া কমিশনার, বৈঠক করলেন অধ্যক্ষের সঙ্গেও, পুজোর নিরাপত্তা নিয়ে বৈঠকের ডাক
আরজিকর কাণ্ডের জেরেই রাজ্য পুলিশে বড় রদবদল। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেন। কলকাতার নতুন নগরপাল হন মনোজ বর্মা। দায়িত্ব পেয়েই একের পর এক পদক্ষেপ, সিদ্ধান্ত। দায়িত্ব পেয়েই জোরকদমে কাজে নেমে পড়েছেন কলকাতার নতুন নগরপাল মনোজ ভার্মা। একদিকে আরজি কর এবং অন্যদিকে উৎসবের মরশুম। তাই দায়িত্ব […]
যাদবপুর মেন হস্টেলে ছাত্রকে হেনস্থার অভিযোগ, ভর্তি হাসপাতালে
যাদবপুরের মেন হস্টেলের এক ছাত্রের আচমকাই অসুস্থ হয়ে পড়ার ঘটনা নিয়ে শোরগোল। অভিযোগ, চোর সন্দেহে ওই ছাত্রকে হেনস্থা করা হয়। এরপরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সূত্রের খবর, বুধবার রাতে যাদবপুর মেন হস্টেলে এই ঘটনাটি ঘটেছে। রাত সাড়ে ১০টা নাগাদ ওই পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী কারণে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তিনি? নেপথ্যে ‘র্যাগিং তত্ত্ব’ […]
রাজভবন, জাদুঘরকে উড়িয়ে দেওয়ার হুমকি, তদন্তে লালবাজার
দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। রাজ্যে রাজ্যে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রত্যেক জায়গাতেই বর্তমানে কড়া নিরাপত্তা। তার মধ্যেই ইমেলে হুমকি পেল কলকাতায় দুই দর্শনীয় স্থান। মঙ্গলবার দুপুরে হঠাৎই হুমকির ইমেল আসে কলকাতার জাদুঘর এবং রাজভবনের কাছে। ইমেলে বলা হয়, রাজভবন, জাদুঘর উড়িয়ে দেওয়া হবে। নাশকতার ছক রয়েছে। রাতারাতি খবর পৌঁছয় লালবাজারে। টেরোরাইজার ১১১ নামক একটি […]