তৃতীয় দফার ভোটগ্রহণ বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শরদ পাওয়ার থেকে মহারাষ্ট্রে বিরোধী এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে থেকে বাংলার মহুয়া মৈত্র, রীতেশ দেশমুখ থেকে জেনেলিয়া ডিসুজা-রা এই দফায় ভোট দিলেন। তৃতীয় দফায় রাত আটটা পর্যন্ত দেওয়া হিসেবে দেশে ভোট পড়ল ৬১.৪৫ শতাংশ। এবার এই ভোট শতাংশ থেকে চূড়ান্ত ভোটদানের হারে দুই থেকে তিন শতাংশ যোগ হতে পারে। ভোটের হারেই পরিষ্কার এই দফাতেই ভোটারদের মধ্যে ভোট নিয়ে তেমন উতসাহ নেই। এবার এই ভোট কমার হার বিজেপি নাকি কংগ্রেস, এনডি না ইন্ডিয়া-কাদের পক্ষে রায় যাবে তা নিয়ে ধন্দ রয়েছে। দুই শিবিরেরই দাবি তাদের পক্ষেই রায় যাবে। বাংলার চার কেন্দ্র- মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা উত্তর ও মালদা দক্ষিণে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিতেই ভোট হল। রাত আটটা পর্যন্ত বাংলার চার কেন্দ্র ভোটদানের হার ৭৩.৯৩ শতাংশ। যে ১১টি রাজ্যে তৃতীয় দফায় ভোট হল, তার মধ্যে সবচেয়ে বেশী ভোট পড়ল অসমে (৭৫.২৬ শতাংশ)। আর সবচেয়ে ভোট পড়ল মহারাষ্ট্রে ৫৪.৭৭ শতাংশ।
Related Posts
দিল্লির কোচিং সেন্টারের বেসমেন্টে জমা জল ডুবে মৃত ২ আইএএস পরীক্ষার্থী, নিখোঁজ আরও ১
একটানা প্রবল বৃষ্টিতে বিপত্তি দিল্লিতে। আইএএস কোচিং সেন্টারের বেসমেন্টে জল জমে যায়। সন্ধেবেলায় প্রথমে তিন পড়ুয়ার নিখোঁজ হওয়ার খবর পায় পুলিশ। রাতে তল্লাশি চালিয়ে দুই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে তারা। এখনও নিখোঁজ বাকি এক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে পুরনো রাজেন্দ্র নগর এলাকায়। আজ সন্ধে থেকে মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে ওই এলাকা। কোচিং সেন্টারের বেসমেন্টেও জল […]
‘দেশবিরোধী মন্তব্য এবং জাতীয় নিরাপত্তায় আঘাত করা অভ্যাসে পরিণত করেছেন রাহুল গান্ধি’, তোপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের
শিখদের পাগড়ি পরার অধিকার থাকবে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করে অমিত শাহের ভর্ৎসনার মুখে রাহুল গান্ধী। বিদেশে গিয়ে তিনি দেশবিরোধী মন্তব্য করেছেন বলে অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অমিত শাহ বলেন, ‘উনি সর্বদাই দেশের জাতীয় নিরাপত্তা এবং দেশের আবেগে আঘাত করেন। যারা দেশভাগের ষড়যন্ত্র করে তাদের পাশে দাঁড়ানো এবং দেশবিরোধী মন্তব্য করা যেন অভ্যাসে পরিণত করে […]
গুজরাতের আহমেদাবাদ থেকে গ্রেফতার ৪ আইসিস জঙ্গি
আহমেদাবাদ থেকে গ্রেপ্তার ৪ আইসিস জঙ্গি। এরা সকলেই শ্রীলঙ্কার বাসিন্দা বলে জানা গিয়েছে। এরা সকলেই পাকিস্তানের নির্দেশে কাজ করত। গুজরাতে আত্মঘাতী হামলা চালানোর জন্যেই এরা এসেছিল বলেই জানিয়েছে পুলিশ। ধৃতদের নাম মহম্মদ নুসরত, মহম্মদ নাফ্রান, মহম্মদ ফারিস এবং মহম্মদ রাসদিন। পুলিশের ডেপুটি জেনারেল জানিয়েছেন, এরা সকলেই তামিল বলতে পারে কিন্তু হিন্দি বা ইংরাজী বুঝতে পারে […]