এ বার প্রেমিকাকে ফোন করে ডেকে এনে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ দিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকায়। ঘটনার কিছু ক্ষণের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ভরদুপুরে প্রকাশ্যে এমন হাড়হিম করা ঘটনায় থমথমে গোটা এলাকা। ইতিমধ্যে মৃতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সূত্রে খবর, মুর্শিদাবাদের দৌলতাবাদের প্রাথমিক বিদ্যালয়ের সামনে মিঠু শেখ নামে এক যুবক তাঁর ‘দীর্ঘ দিনের প্রেমিকা’ সাবিনা খাতুনকে ফোন করে ডাকেন। অন্য এক যুবকের সঙ্গে প্রেমিকার সম্পর্ক রয়েছে, এই সন্দেহ করে তাঁদের ঝগড়া শুরু হয়। ওই বাগ্বিতণ্ডার মধ্যে মিঠু হঠাৎই পকেট থেকে একটি ছুরি বার করে এলোপাথাড়ি সাবিনাকে কোপাতে শুরু করেন বলে অভিযোগ। ধারালো ছুরির আঘাতে গলার নলি কেটে যায় নাবালিকার। রক্তে ভেসে যায় অকুস্থল। নাবালিকার গোঙানির শব্দে ছুটে আসেন স্থানীয় লোকজন। তত ক্ষণে দৌড়ে পালিয়ে যান ওই যুবক। খবর পেয়ে কিছু ক্ষণের মধ্যেই পুলিশ পৌঁছে যায় ঘটনাস্থলে। পুলিশ নাবালিকার দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু, কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রেমিকাকে ছুরি দিয়ে কুপিয়ে পালানোর চেষ্টা করেছিলেন অভিযুক্ত। কিন্তু, কিছু ক্ষণের মধ্যেই ওই যুবককে হাজারিপাড়া গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে অভিযুক্তের পরিবার সূত্রে খবর, ওই নাবালিকার সঙ্গে কয়েক বছরের সম্পর্ক ছিল মিঠুর। কিন্তু কয়েক মাস আগে তাঁদের সম্পর্কের অবনতি হয়। সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চেয়েছিল ওই নাবালিকা। এ নিয়ে দু’জনের মধ্যে অশান্তি হয়েছিল।
Related Posts
প্রতারণা মামলায় অভিযুক্তকে ধরতে গিয়ে বিপত্তি, কুলতলিতে পুলিশকে লক্ষ্য করে চলল গুলি, আটক ২ মহিলা
নকল সোনা প্রতারণা মামলায় অভিযুক্তকে ধরতে গিয়ে বিপত্তি। দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে পুলিশকে লক্ষ্য করে চলল গুলি। তবে হতাহতের কোনও খবর নেই। এখনও পর্যন্ত ২ মহিলাকে আটক করেছে পুলিশ। সূত্রে খবর, কুলতলির জালাবেড়িয়ার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে পয়তারহাট এলাকায় চোরাই সোনার ব্যবসার রমরমা। সেখানে নানা অসামাজিক কার্যকলাপও চলে। তা রুখতে প্রায়শয়ই এলাকায় হানা দেয় পুলিশ। […]
সিকিমের ১৭ হাজার ফুট উচ্চতায় ক্ষেপনাস্ত্রের মহড়া
সিকিমের ১৭ হাজার ফুট উচ্চতায় ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সহ প্রশিক্ষণ মহড়া করল ভারতীয় সেনাবাহিনীর। গুয়াহাটিতে প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, সমগ্র পূর্বাঞ্চলীয় কমান্ডের মেকানাইজড ও ইনফ্যান্ট্রি ইউনিটের মিসাইল ফ্যায়ারিং ডিটাচমেন্ট এখানে অংশ নিয়েছিল। যুদ্ধের পরিস্থিতি সচল ও স্থির লক্ষ্যবস্তুতে বিভিন্ন অবস্থান থেকে গোলাগুলি ছোঁড়ার প্রশিক্ষণ দেওয়া হয় এই মহড়ায়। এতটা উচ্চতায় অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল […]
‘দেশটাকেই তো জেল বানিয়ে ফেলেছেন, আপনার ধমকে ভয় পাই না!’ মোদিকে পালটা মমতা
বাঁকুড়ার রায়পুরে নির্বাচনী জনসভা করতে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গতকাল জলপাইগুড়িতে সভা করতে গিয়ে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, ৪ জুনের পর দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের তৎপরতা আরও বাড়বে, গ্রেফতারও বাড়বে ৷ এ দিন বাঁকুড়ার সভা থেকে প্রধানমন্ত্রীর এই মন্তব্যেরই তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে প্রধানমন্ত্রীর এই হুঁশিয়ারিকে তৃণমূল ভয় […]