পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে ধুন্ধুমার । বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে তুমুল বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। প্রার্থীর নিরাপত্তারক্ষীর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। দিলীপ ঘোষকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূলকর্মীরা। দিলীপের গাড়ির সামনে শুয়ে পড়তে দেখা যায় এক তৃণমূলকর্মীকে। নিমেষে এলাকা রণক্ষেত্রের আকার নেয়। বেলা বাড়তেই ক্রমশ উত্তপ্ত হয় বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মন্তেশ্বর এলাকায়। ভোটের সকাল থেকেই রাজ্যের আট কেন্দ্র থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। এদিন বেলা সাড়ে ১২ টা নাগাদ স্থানীয় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মন্তেশ্বরে পৌঁছানো মাত্রই প্রার্থীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেয় তৃণমূল কর্মীরা। দেওয়া হয় গো-ব্যাক স্লোগান দেওয়া থেকে ‘দিলীপ ঘোষ মুর্দাবাদ’ স্লোগানও। দিলীপের গাড়ি সামনে শুয়ে পড়ে তাঁর পথ আটকায় তৃণমূল কর্মীরা। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে মন্তেশ্বরে। গাড়ি থেকে নেমে আসেন দিলীপ। এরপর দিলীপের নিরাপত্তারক্ষীরা লাঠি উঁচিয়ে তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যান। অভিযোগ, সেই লাঠির আঘাতে এক তৃণমূল কর্মীর নাক ফেটে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। দিলীপ ঘোষের গাড়ি বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন বিজেপি কর্মীরা।তিনি বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীদের সঙ্গে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে মন্তেশ্বরে। এরপরই দিলীপের নিরাপত্তায় থাকা জওয়ানদের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। দিলীপের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে চলল ইটবৃষ্টি৷ দিলীপের গাড়ি বেরিয়ে গেলেও তাঁর নিরাপত্তরা দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়িতে ইট পড়ে৷ ইটের আঘাতে কাচ ভাঙে সংবাদমাধ্যমের কয়েকটি গাড়িরও৷ অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মারে কপাল ফাটে এক তৃণমূল কর্মীর৷
Related Posts
এবার দিঘার প্রমোদতরীর অঙ্গ হতে চলেছে ডবল ডেকার বাস পরিষেবা
সম্পূর্ণ বাতানুকূল প্রমোদতরীর পর এবার দিঘায় নতুন আকর্ষণ ডবল ডেকার বাস পরিষেবা। দিঘার সমুদ্রে পর্যটকদের ভ্রমণ-সহ বিনোদনমূলক পরিষেবার জন্য আগেই প্রমোদতরী চালুর কথা ঘোষণা করেছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। সেই প্রমোদতরীর যাত্রীদের নিয়ে আসা ও নিয়ে যাওয়ার জন্যই এবার দিঘায় চালু করা হচ্ছে এই বিশেষ ডবল ডেকার বাস পরিষেবা। তবে বিশেষ কিছু কারণবশত এখনও পর্যন্ত […]
হুগলির পান্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু কিশোরের, জখম আরও এক, তদন্তে পুলিশ
হুগলি জেলার পান্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের। এই ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর। আহত এক কিশোরের বাঁ হাত উড়ে গিয়েছে বলে জানিয়েছে তার পরিবার। এখন সে হুগলির ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, পান্ডুয়ার তিন্না নেতাজিপল্লি কলোনিতে পুকুরের ধারে খেলা করছিল বেশ কয়েক জন কিশোর। হঠাৎই বিকট শব্দ পান স্থানীয়েরা। তাঁরা দেখেন, বোমার […]
‘আমার ভিডিও ভাইরাল করে অপমান করলেন কেন’? থানায় গেলেন চোপড়ার নির্যাতিতা
সম্প্রতি ভাইরাল হয়েছিল একটি ভিডিও। সেখানে দেখা যায় এক তরুণী ও এক যুবককে প্রকাশ্যে রাস্তায় ফেলে মারছে এক যুবক। সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। এদিকে ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল সেই ভিডিয়ো। গ্রেফতার হয় চোপড়ার তৃণমূল নেতা তাজিমুল ইসলাম ওরফে জেসিবি। চোপড়ার ঘটনাকে ঘিরে তৃণমূলকে একহাত নিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। এদিকে গোটা দেশ যখন শিউরে উঠছে এই ভিডিয়ো […]