এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তাঁর বিরুদ্ধে কতগুলি মামলা করেছে পুলিশ তা জানতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী। একইসঙ্গে নিরাপত্তা ও রক্ষাকবচ চেয়েও আবেদন করেছেন তিনি। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি রয়েছে।জানা গিয়েছে, সন্দেশখালিতে স্টিং ভিডিওকাণ্ডে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে অভিযোগ দায়ের হয়েছে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধেও। সম্প্রতি স্টিং ভিডিওটিতে দেখা যায়, রেখা ২ হাজার টাকার বিনিময়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করেছিলেন পুলিশের কাছে ও জবানবন্দিও দিয়েছিলেন। বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের দাবি, সন্দেশখালিতে মহিলাদের ধর্ষণের ঘটনা ঘটেনি। সব অভিযোগ সাজানো হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই পরিস্থিতিতে বিজেপি প্রার্থী রেখা পাত্র আদালতে আবেদন জানিয়ে বলেছেন, তাঁর বিরুদ্ধে যেন কড়া আইনি পদক্ষেপ না করা হয়। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে কটা মামলা রয়েছে, তাও আদালতের কাছে জানতে চেয়েছেন তিনি।অন্যদিকে এদিন আদালতের দ্বারস্থ হয়েছেন রেখার ঘনিষ্ঠ পিয়ালি দাস। তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। বৃহস্পতিবার তাঁর মামলার শুনানি হবে। গত মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে আত্মসমর্পণ করেছিলেন পিয়ালি দাস। তাঁর বিরুদ্ধে সাদা কাগজে সন্দেশখালির মহিলাদের দিয়ে সই করিয়ে নেওয়ার অভিযোগ ছিল। এই অভিযোগের ভিত্তিতে জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন। কিন্তু আদালত জামিনের আবেদন খারিজ করে দিয়ে ওই বিজেপি কর্মীকে সাত দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়
Related Posts
রাজ্য়ের বিভিন্ন দফতরে ৫৫২টি নতুন পদে চাকরির নিয়োগের সিদ্ধান্ত নিল মমতার মন্ত্রিসভা
এবার খুশির খবর বাংলায়। রাজ্য়ের বিভিন্ন দফতরে অন্তত ৫৫২টি নতুন পদে নিয়োগের সিদ্ধান্ত হল মন্ত্রিসভায়। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী। সেখানেই এব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সূত্রের খবর, স্কুল শিক্ষা দফতরে ৩৫জন, প্রাণী সম্পদ উন্নয়ন দফতরে ২৭০জন, স্বরাষ্ট্র দফতরে ১০৫জনকে নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাদ বাকি যে শূন্য়পদগুলি রয়েছে তা অন্যান্য দফতরে নিয়োগ করা হবে। এদিকে […]
২ সেপ্টেম্বর বিধানসভায় পেশ হতে পারে ধর্ষণ বিরোধী বিল!
বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল আনার প্রস্তাব মন্ত্রিসভায়। বিধানসভায় পেশের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা । সূত্রের খবর, বিধানসভায় বিল পেশ হতে চলেছে আগামী ৩ সেপ্টেম্বর। ইতিমধ্যেই আইনের ড্রাফ্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। ২ তারিখ থেকে রয়েছে বিধানসভার বিশেষ অধিবেশন। ৩ তারিখ অর্থাৎ অধিবেশনের দ্বিতীয় দিনে পেশ হবে বিল। প্রসঙ্গত, আরজি করের ঘটনার আবহে শুরু থেকেই […]
আরজি কর কাণ্ডে ৩ চিকিৎসককে তলব করল সিবিআই
একদিকে যখন আরজি কর হাসপাতালে ধর্ষিতা ও নিহত চিকিৎসকের বাড়ি গেল সিবিআই তদন্তকারী দল, ঠিক সেই সময়ই ওই ঘটনার তদন্তে সিবিআই আরও ৩ চিকিৎসক তলব করল । সূত্রের খবর, অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠ, এক মহিলা চিকিৎসক, চেস্ট মেডিসিনের প্রধানকে ডাকা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সোদপুরে নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সিবিআইয়ের আধিকারিকেরা।শুধু তাই […]